রাতদিন ওয়েবডেস্ক: মোষে টানা গাড়িতে বাজেয়াপ্ত কয়লা! অনুব্রত মণ্ডলের গড়ে গরু পাচারের পর এবার হদিশ মিল্য কয়লা পাচারের। বীরভূমের সদাইপুর থানার পুলিশ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করল মোষে টানা গাড়ি থেকে।
আরও পড়ুন : Vande Bharat Express : চলতি মাসেই রাজ্যে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস
পুলিশ সূত্রের খবর, বীরভূমের (Birbhum) সদাইপুর থানার অন্তর্গত দুবরাজপুর ব্লকের রেঙ্গুনি গ্রামের রাস্তায় ছটি মোষের গাড়িতে কয়লা (coal) বাজেয়াপ্ত করল সদাইপুর থানার পুলিশ। পরপর যাওয়া ছ'টি মোষের টানা গাড়িতে বিছানো খড়, বিচুলি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি গুলির দিকে পুলিশ তদারকিতে এগিয়ে এলে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালকসহ অন্যান্যরা। গাড়ি গুলির তল্লাশিতে পুলিশ বাজেয়াপ্ত করল ১২ টন অবৈধ কয়লা।
আরও পড়ুন : Birbhum : কেষ্টর জেলায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে দিদির দূত!
মোষে টানা গাড়িতে বাজেয়াপ্ত কয়লা! গরু ও কয়লা পাচার কাণ্ডের কিনারায় তৎপর হয়েছে ইডি (E.D)ও সিবিআই (CBI)সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর থেকে একে একে করে কয়লা ও গরু পাচারের প্রবেশ মিলছে বীরভূমে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে হাজার প্রশ্ন তুলছে বিরোধীরা। একের পর এক তৃণমূলের নেতাদের নাম জড়িয়ে আসায় বিক্ষুব্ধ সাধারণ মানুষেরা। সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী মোষের গাড়িগুলি আটকে থানায় নিয়ে যায়।

