রাতদিন ওয়েবডেস্ক: দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের শেষে হার মারলেন রাখি সাওয়ান্তের মা। দীর্ঘদিন ধরে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। ব্রেন টিউমার ও ক্যান্সারের ব্যাধি নিয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা চলছিল রাখি সাওয়ান্তের মায়ের। সালমান খান পরিচালিত বিগ বসে থাকাকালী বিভিন্ন পরিস্থিতিতে মায়ের অসুস্থতার কথা জানিয়ে ছিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা রাখির একটি ভিডিওতে তিনি বলেছিলেন মায়ের অসুস্থতার কথা। তারপর থেকে নেটিজেনেদের থেকে সমবেদনা পেয়েছিলেন তিনি। মারাঠি বিগ বস রিয়েলিটি শো এ অংশ নিয়েছিলেন রাখি কিন্তু মায়ের অসুস্থতার কথা জানতে পেরে এই বিগ বসের বাড়িতে গিয়ে বেরিয়ে আসেন তিনি। রবিবার ভোরের দিকে একটি পোস্ট করেন বলিউডের আইটেম গার্ল রাখি । যেখানে হাসপাতালে মায়ের বেডের পাশে থাকা মেঝেতে পড়ে থেকে কানতে দেখা যাচ্ছে, রাখি সাওয়ান্তকে। সেখানেই তিনি জানিয়েছেন মাতৃ বিয়োগের কথা।
রাখির লেখা একটি পোস্টে বলা হয়েছিল,"আজ মাথার উপর থেকে মায়ের হাত সরে গেল। আর তো আমার হারানোর কিছু রইল না। আমি তোমায় ভীষণ ভালোবাসি মা। আমি সব হারালাম। এবার কে আমার ডাক শুনবে, কে জড়িয়ে ধরবে কোথায় যাব, কি করব ,কিছুই ভেবে পাচ্ছি না। রাখির মায়ের বিয়োগে দুঃখ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ সহ instagram-এ রাখি ও তার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন অভিনেত্রী রিধিমা পান্ডিত , নিসা রাওয়াল সঞ্জয় দত্তের স্ত্রী মান্নাতে দত্ত সহ অনেকেই জয়ভেদার মৃতদের শোক প্রকাশ করেছেন।

