Type Here to Get Search Results !

পরিচালক দিগন্ত চক্রবর্ত্তীর নতুন ছবি "বিরিয়ানি"

রাতদিন ওয়েবডেস্ক : জয় চ্যাটার্জী একজন চলচিত্র পরিচালক। খুবই ভাল কাজটা জানে, কিন্ত বড় প্রযোজক না পাওয়ার কারণে, ছোটখাট শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম তৈরি করেন পরিচালক জয় চ্যাটার্জী। জয় চ্যাটার্জী ভালবেসে রিনাকে বিয়ে করেছিল। রিনাও, কাজের প্রতি জয়ের সৃজনশীলতা তে পাগল হয়ে, জয়কে ভালবেসেছিল। 


কিন্ত সমস্যাটা তৈরি হয়, বিয়ের কিছুদিন পর থেকে। রিনা একজন প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী নারী। সে চেয়েছিল অর্থ, প্রতিপত্তি.....কিন্ত জয়ের মাধ্যমে তার স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। উচ্চাকাঙ্ক্ষী রিনা অর্থ, প্রতিপত্তির লোভে, নিজের অজান্তেই একটি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। যা জয় জানতেও পারেনা। 

জয় কিন্ত রিনাকে প্রানপনে ভালোবাসে। রিনা বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই জয় একা বিরিয়ানি খায় না। সে অপেক্ষা করে, আর্থিক অবস্থা ঠিক হলে স্ত্রী রিনাকে নিয়ে একসাথে বিরিয়ানি খাবে। একদিন তার অবস্থার পরিবর্তন হয়। রিনার জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি ফেরে জয়। এরপরই ঘটনার ঘনঘটা। তৈরি হয় একের পর এক মুহূর্তের। বদলাতে থাকে জয়-রিনা'র জীবনের সমীকরণ। 

এর পর কি হয় তাদের জীবনে? জানতে গেলে দেখতে হবে "বিরিয়ানি"। 



*Film Credits*

Film : BIRIYANI

Director : Diganta Chakraborty

Producer : J. Saagar

Cast: Atanu Sarkar, Chitra Mukherjee, Sujit Adhikary, Shuken Modal, Basabi Jana, Nachiketa Mondal, Priyanka Bhattacharya, Subhendu Kundu 

Lyrics, Music, Singer : Jhilim Raaj 

DOP(Cinematographer): Indrajit Basu

Asst. Cinematography: Shibnath Dey, Hari Biswas

Graffer : Jeet Halder, Suman, Uttam.

Art Director : Digu Bhai

Travel & Food : Gobinda

Story : Shuken Mondal

Script: Jhilim Raaj

Edit : Dibeyndu Porel 

Graphics(Title Cards) : MAPfx

Additional Edit (mapmovies only): MAPfx

CC(Subtitles) : MAPfx CC Team

Score : Bhadreshwar Goswami

Production Manager : Jit Halder

Equipment Supply : TRIO

Post-Production : Cine Plus

Make-Up : Ranjan Chakraborty

Asst. Director : Sharmistha Mazmudar, Bharat Majhi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad