রাতদিন ওয়েবডেস্ক: সপ্তাহের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুভ উদ্বোধন হবে কলকাতা বইমেলার। এ বছরে বইমেলায় ছোট প্রকাশকদের ভিড় দেখার মত। বইয়ের প্রতি ভালবাসা এবং লেখার প্রতি আগ্রহতে করোনাকালে অনেকেই লেখালেখিকে বেছে নিয়েছিলেন এক নতুন পেশা হিসেবে । এবছর তারই এক ঝলক ছবি দেখা গেল কলকাতা বইমেলা ২০২৩ এর মাঠে।
৩১ শে জানুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। নতুন প্রকাস শব্দের আগমন এবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অন্যতম। অন্যান্য বছরগুলি তুলনায় এ বছরেই ছোট প্রকাশক স্টল কমপক্ষে হলেও তিনশ ছুই ছুই। আগামীকাল সেন্ট্রাল পার্কে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা সহ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেশের ছোট বড় শিল্পীরা। এবছরের বইমেলাতেই মোট ২০ টি দেশের বই মোট ৯৫০ টি স্টলে দেখা যাবে। আগের বছর আনুমানিক ২৫ লাখ ভিড় হয়েছিল এই বইমেলায়। কিন্তু এবছর সে সংখ্যা আগের বছরগুলি তুলনায় অনেকটাই রেকর্ড ভাঙার মতো হবে বলে মনে করছেন অনেকে।

