রাতদিন ওয়েবডেস্ক: উপহার হিসেবে নয়, দাম দিয়ে তৃণমূল বিধায়কের বই কিনলেন মুখ্যমন্ত্রী। সদ্য শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata international book fair) প্রথম উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানের পর বইমেলার বইয়ের স্টল গুলি ঘুরে দেখেন তিনি। বইগুলি স্টল ঘুরে দেখার সময় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন বেপারীর স্টলে এসেও হাজির হন তিনি। সেখানেই বিধায়কের লেখা বই দাম দিয়ে কিনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
শব্দ শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Kolkata international book fair) ৪৬ তম বর্ষে পড়েছে। উদ্বোধনীর দিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কবি শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বই স্টল গুলি ঘুরে দেখেন। সেখানে তিনি তৃণমূলের তরফ থেকে দেওয়া জাগো বাংলা স্টলে যান এবং পরে বাউল এর স্টলে গিয়ে বাউল গানে গলা মেলান।
উপহার হিসেবে নয়, দাম দিয়ে তৃণমূল বিধায়কের বই কিনলেন মুখ্যমন্ত্রী। বই স্টল গুলি ঘুরে দেখার সময় বলাগরের তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন বেপারীর স্টলে গিয়ে তৃণমূল বিধায়ক এর লেখা সদ্য প্রকাশিত বই ' অভিশপ্ত অতীত অজানা ভবিষ্যৎ' বইটি বিধায়ক মুখ্যমন্ত্রী হাতে উপহার হিসেবে তুলে দিতে চান। সেখানেই উপহার হিসেবে না নিয়ে বইটির যথাযথ মূল্য দিয়ে বইটি হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইয়ের প্রতি ভালোবাসা ও দরিদ্রের প্রতি মানবিকতা বজাই এর ব্যবহারে মুগ্ধ হয়ে যান মনোরঞ্জন তৃণমূল বিধায়ক পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, আমার সদ্য লেখা বইটি মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করছি।
নিয়ম মতো বইটি ওনাকে দিলেও উপহার হিসেবে উনি নিতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তুমি গরীব মানুষ, এমনি নেব না। ৫০০ টাকার নোট বিধায়কের হাতে ধরিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মানবিকতার ব্যবহারে আপ্লুত বিধায়ক। তিনি জানান আর ২০ থেকে ২৫ বছর বাঁচবো। এই নোট খানি আমি সারা জীবন সযত্নে রেখে দেবো। নোটগুলিতে লেখা নম্বরগুলি যোগ করলে ২৫ বছর হচ্ছে তাই ২৫ বছরের জন্য এই নোট আমার কবচকুণ্ডল।

