রাতদিন ওয়েবডেস্ক : বাজেট অধিবেশনের মঞ্চে দরিদ্র মুক্ত ভারত গড়ার আশ্বাস রাষ্ট্রপতি মুর্মুর। মঙ্গলবার বাজেট ( Budget) অধিবেশন সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সেই মঞ্চে দাঁড়িয়ে ভবিষ্যতের ২০৪৭ সালের মধ্যে দরিদ্র মুক্ত ভারত গড়বে এই সরকার বলে আশ্বাস দিলেন তিনি। এর পাশাপাশি বিশ্বের অর্থনীতির বাজারে (Economic Market) ভারতের স্থান ও নিশ্চিত করলেন তিনি।
বাজেট অধিবেশন ২০২৩ এর সূচনা করলে রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মু এবং বলেন গত ৯ বছরে একাধিক ক্ষেত্রে উন্নয়নমূলক কাজের মাধ্যমে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারতের উঠে আসার কথাও বললেন। ভারতের পার্শ্ববর্তী সীমান্তে শত্রুদের কিভাবে সেনারা প্রতিনিয়ত রুখে দাড়াচ্ছে সে কথা নিজের বক্তব্যের মধ্যে রাখেন। এবছরের বাজেট অধিবেশন ২০২৪ সালের লোকসভা ভোটের আগে হওয়া শেষ পূর্ণাঙ্গ বাজেট। গত দু'বছর পর করের উর্ধ্বসীমা বাড়ায়নি সরকার তাই এ বছরের অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের বাজেট অধিবেশনের উপর নজর রয়েছে সবার।
বাজেট অধিবেশনের মঞ্চে দরিদ্র মুক্ত ভারত গড়ার আশ্বাস রাষ্ট্রপতি মুর্মুর। রাষ্ট্রপতির জনসমক্ষে আরো বলেন, " কোভিডের (COVID) সময় সারা বিশ্ব যেখানে সংকটের মধ্যে পড়ছে , সেই সময় দাঁড়িয়ে ভারত সমস্যার মোকাবিলায় অগ্রণী ভূমিকা নিয়েছে। বিশ্বব্যাপী দরিদ্রের মধ্যেও দেশবাসীর হাতে ২৭ লক্ষ কোটি টাকা তুলে দেওয়া হয়েছে যাতে দেশবাসী খাদ্য সংকটে না পড়ে। এই প্রক্রিয়া দুর্নীতি মুক্তভাবে সম্পূর্ণ হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র দেশবাসীর কল্যাণে বাজেট তৈরি করা হবে।"

