রাতদিন ওয়েবডেস্ক : রাগের বসে স্বামীর উপর অ্যাসিড ছুঁড়লেন স্ত্রী! অ্যাসিড ছোড়ার (Acid attack) নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হলো কানপুরে। কিন্তু এবার অ্যাসিড আক্রান্ত কানপুরের (Kanpur) এক যুবক। স্ত্রী দেরি করে বাড়ি ফেরায় প্রশ্ন করতেই হয় বিপত্তি। রাগের বসে স্বামীর ওপর অ্যাসিড ছোড়ে কানপুরের ওই গৃহবধূ।
রাগের বসে স্বামীর উপর অ্যাসিড ছুঁড়লেন স্ত্রী! পুলিশ সূত্রের খবর, ডাব্বু গুপ্তা নামে ওই যুবক অ্যাসিড আক্রান্ত হয়েছেন স্ত্রীর দ্বারা। গুরুতর অবস্থায় উরসলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই ব্যক্তি পুলিশকে জানান , গত শনিবার কানপুরের কুপার গঞ্জ এলাকায় স্ত্রী পুনমের কাছে জানতে চান তার বাড়ি ফিরতে কেন দেরি হল? সেই প্রশ্নতে ই স্ত্রী রেগে গিয়ে শৌচালয়ে থাকা অ্যাসিড নিয়ে এসে ওই ব্যক্তির উপর অ্যাসিড ছুঁড়লেন। কানপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে দাবি ওই ব্যক্তির মুখে অনেক অংশই পুড়ে গেছে। অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ।
অ্যাসিড আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ভারতে। দীর্ঘদিন ধরে খবরের শিরোনাম অ্যাসিড আক্রান্তদের তালিকায় মেয়েদের নাম উঠে এলে ও ছেলেরাও নিরাপদ নয় । লাক্সমি আগারওয়াল থেকে শুরু করে প্রজ্ঞা সিং ও ফিরোজ খানের মতো অ্যাসিড জয়ীদের দীর্ঘদিনের লড়াইও এখনো পর্যন্ত আইনগতভাবে ভারতের চলতি বাজার থেকে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারেনি ভারতীয় সংবিধান। মেয়েদের নাম খবরের পাতায় উঠে এলেও অ্যাসিড আক্রান্তদের তালিকায় পুরুষদের নাম রয়েছে। দিল্লির ফিরোজ খানের পর এবার কানপুরের ডাবু গুপ্তা অ্যাসিড আক্রান্ত হলেন নিজের স্ত্রীর হাতে।

