রাতদিন ওয়েবডেস্ক: দিদির সুরক্ষা কবজ কর্মসূচি, তৃণমূলের তরফ থেকে 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচির থিম সং প্রকাশ করা হল । প্রকল্পের থিম সং প্রকাশের পরই কয়েক ঘন্টার মধ্যে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠলো 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচির এই থিম সং। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীর অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের মূল লক্ষ্যে তৈরি হয়েছিল 'দিদি সুরক্ষা কবজ কর্মসূচি' । রবিবার সকালে 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচির প্রকল্পের থিম সং প্রকাশ করা হলো তৃণমূল সরকারের তরফ থেকে। তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ ,আইটি সেল ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তৃণাঙ্ক ভট্টাচার্যের উপস্থিতিতে থিম সং প্রকাশ পায় রবিবার সকালে।
দিদির সুরক্ষা কবজ কর্মসূচি, এই গানের মাধ্যমে 'দিদির সুরক্ষা কবজ' কর্মসূচির মাধ্যমে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আগলে রাখতে চান তা স্পষ্ট বোঝানো হয়েছে প্রতিটি লাইনে। এর আগেও বেশ কয়েকটি গান প্রকাশ করেছে তৃণমূল কিন্তু এবারের এই গান রীতিমতো ভাইরাল। এর আগে বেশ কয়েকটি গান জনপ্রিয় হয়েছিল যেগুলি হল 'বদলা নয় বদল চাই,' 'আমি গ্রামের ফুটছে উন্নয়নের ফুল' ,' না হবে মত গানগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। শব্দ আত্মপ্রকাশ করা দিদির সুরক্ষা কবজ কর্মসূচির থিম সংগীরে শুরু হয়েছে উন্মাদনা, ইউটিউবে হু হু করে বাড়ছে গানটির ভিউ ও শেয়ার।

