রাতদিন ওয়েবডেস্ক : প্রথমবারেই জয়ের ট্রফি হাতে! প্রথমবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (Under 19 Women's World Cup) আয়োজন করেছিল আইসিসি। টুর্নামেন্টের প্রথম বছরেই ইতিহাস গড়া জয় ভারতের। প্রথম দল হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিল শেফালি ভার্মার মহিলা বাহিনী। ফাইনালে ইংল্যান্ডকে মাত্র ৬৮ রানে অলআউট(All -out) করে দেন ভারতীয় বোলার।
প্রথমবারেই জয়ের ট্রফি হাতে! প্রথম দল হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিল শেফালি ভার্মার মহিলা বাহিনী। ফাইনালে ইংল্যান্ডকে গেট আউট করে ট্রফি জিতল ভারত। মাত্র ৬৮ রানে প্রতিপক্ষকে অলআউট করে দেন বোলার। জয়ের জন্য প্রয়োজনীয় রান সহজেই তুলে ফেলেন সৌম্যা তিওয়ারিরা (Sauma Tiwari)। সিনিয়র মহিলা দল (Senior Woman's Team) আজ পর্যন্ত বিশ্বকাপে জয়ের অনুভূতি পায়নি। কিন্তু প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েই বাজিমাত করল ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েরা। রবিবার খেলতে নেমে বিপক্ষকে গুঁড়িয়ে দেন তাঁর বোলাররা। একদিকে কৃপণ বোলিংয়ের (Balling) পাশাপাশি লাগাতার উইকেট তুলতে থাকেন তিতাসরা। ৬ রান দিয়ে টপ অর্ডারের দুই উইকেট তুলে নেন বঙ্গকন্যা তিতাস । ভারতীয় বোলারদের মধ্যে উইকেট পান সকলেই। ১৭.১ ওভারেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

