রাতদিন ওয়েবডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোলপুর (Bolpur) সফরে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম কোর কমিটি (Birbhum core committee) গঠন করলেন। সেখানেই বড় দায়িত্বভার দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সদস্য কাজল শেখকে (kajal Sekh)।
সম্প্রতি গরু পাচার মামলায় অনুব্রত সিবিআই(CBI) এর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে বীরভূমের দলীয় কমিটির কাজ গুলি থেমেছিল। তাই বোলপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বোলপুরে দলীয় কাজকর্মের জন্য কোর কমিটি গঠন করেন। সেখানেই কমিটির গুরু দায়িত্ব দিলেন কাজল শেখের উপর। কাজল শেখ বহুদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত তাই দলের দুটি পাশে এসে দলের হাল ধরার দায়িত্ব নিয়েছেন তিনি। যদিও কাজল শেখ দায়িত্ব পাওয়ার পর বলেন,"আমি এ ব্যাপারে কোন মন্তব্য করব না। যা বলার জেলা নেতৃত্ব বলবেন।"
পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বোলপুরের তৃণমূল নেতাদের মধ্যে সংশয়তা তৈরি করেছে। যা নিয়ে সকলের সাথে বৈঠকে করেছেন তৃণমূল নেত্রী। কোর কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি ও প্রতিটি ব্লকের সাংগঠনিক ভিত্তি খতিয়ে দেখার জন্য নেতাদের একাংশ কে বলা হয়েছে। যদিও দলীয় সংগঠনের পর্যালোচনার পরে কেষ্ট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেষ্ট কে আটকে রাখার চেষ্টা করছে বিজেপি কিন্তু কতদিন আটকাবে ? আমি তো আছি!"

