Type Here to Get Search Results !

অন্ধ্রের নতুন রাজধানী বিশাখাপত্তনম

রাতদিন ওয়েবডেস্ক: অন্ধপ্রদেশের (Andhrapradesh)  নতুন রাজধানী হিসেবে বিশাখাপত্তনম(Visakhapatnam) কে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি( Jagmohan Reddy)। দিল্লির(Delhi) এক অনুষ্ঠানে এসে সে কথা জানালেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অন্ধপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হওয়ার পর থেকেই নতুন রাজধানী পাওয়ার আশা করছিলেন। তার এই আশা নিয়ে বারবার সরল করেছেন তিনি।

 সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে এসে তিনি সে বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন ,"আমি আপনাদের বিশাখাপত্তনমে আমন্ত্রণ জানাতে এসেছি।  সেটাই আমাদের নতুন রাজধানী। না আমিও বিশাখাপত্তনম থেকেই কাজ করব।"২০১৪ সালে অন্ধ্র ভেঙে তেলেঙ্গানা(Telengana) তৈরি হওয়ার পর থেকে আইন অনুযায়ী ১০ বছর হায়দ্রাবাদ দুই রাজ্যেরই রাজধানী থাকবে । তারপরে নয়া রাজধানী পাবে অন্ধ্র।

সেই কথামতোই ২০১৯ সাল থেকে জন্মোহন 'বিকেন্দ্রীভূত উন্নয়ন' এর পক্ষে সওয়াল করেছেন বারবার। তার পরিকল্পনা অনুযায়ী বিশাখাপত্তনম, কনূল(Kurnurl) ও অমরাবতীতে(Amravati) তিনটি রাজধানী তৈরি করা হবে।  যদিও এই তিনটি রাজধানীর পরিকল্পনার বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্টে। তারমধ্যেই দিল্লির অনুষ্ঠানে এসে অন্ধের মুখ্যমন্ত্রীর নতুন রাজধানীতে আহ্বান ইতিমধ্যে শোর গোল ফেলে দিয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad