Type Here to Get Search Results !

Budget : বাজেটে মহিলা ও প্রবীনদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের

রাতদিন ওয়েবডেস্ক :  বাজেটে মহিলা ও প্রবীনদের জন্য নয়া ঘোষণা কেন্দ্রের। বাজেটে (Union Budget 2023-2024) স্বল্প সঞ্চয় নিয়ে একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। একদিকে যেমন মহিলাদের এককালীন সঞ্চয় নিয়ে নয়া ঘোষণা করেছেন তিনি, তেমনই প্রবীণ নাগরিকদের সঞ্চয় নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন সীতারামন।সবমিলিয়ে এবার মধ্যবিত্ত ও প্রান্তিক এলাকার মানুষদের সঞ্চয় নিয়ে বুধবার বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 

মহিলাদের জন্য  সম্মান  সেভিং  স্কীম অর্থাৎ জনধন অ্যাকাউন্টের পর নয়া উদ্যোগ কেন্দ্রের। পরিবারের মহিলাদের জন্য এবার বাজেটে বিশেষস সেভিংস স্কিম 'মহিলা সম্মান বাঁচাত পত্র' চালু করার প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রক। এই খাতে সর্বোচ্চ ২ লক্ষ টাকা জমা করা সম্ভব। সঞ্চয়ের মেয়াদ ন্যূনতম ২ বছর। 

এছাড়াও রয়েছে প্রবীণদের   জন্য প্রবীণ নাগরিক সেভিংস স্কিম। প্রবীণ নাগরিকদের এই সঞ্চয় প্রকল্পে সর্বোচ্চ আমানতের পরিমাণ ১৫ লক্ষের থেকে বাড়িয়ে ৩০ লক্ষ করা হল। এর পাশাপাশি  মান্থলি ইনকাম অ্যাকাউন্ট  স্কিম ( Monthly Income Account Scheme)ও রয়েছে। যার আওতা পোস্ট অফিসের  (post office) এই সেভিংসে স্কিমে(Savings scheme)  এতদিনে একক অ্যাকাউন্ট মালিকরা সর্বাধিক সাড়ে ৪ লক্ষ টাকা রাখতে পারবেন। এবার সেই সীমা বাড়িয়ে করা হল ৯ লক্ষ টাকা। আর জয়েন্ট অ্যাকাউন্টের ( Joined Account) ক্ষেত্রে সর্বোচ্চ আমানতের পরিমাণ ৯ লক্ষ থেকে বাড়িয়ে ১৫ লক্ষ করা হল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad