Type Here to Get Search Results !

মানিকের দুটি পাসপোর্ট হদিশে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিচারপতির

রাতদিন ওয়েবডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিধায়কের পদ থেকে ইস্তফা ও তদন্তে এসে দুটি পাসপোর্ট   (passport) এর  হদিশ নিয়ে মুখ্যমন্ত্রী কে কটাক্ষ বিচারপতির। সূত্রের খবর অনুযায়ী,বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Ganguly) এজলাসে সিবিআইয়ের আইনজীবী জানান, "মানিক ভট্টাচার্যর দু'টি বৈধ পাসপোর্ট রয়েছে।" একথা শুনে বিচারপতি প্রশ্ন করেন, "এটা কী করে সম্ভব? ছিঃ! ছিঃ! ছিঃ! ছিঃ! এটা কী হচ্ছে?"  প্রশ্নের উত্তরে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানান, "আমরা কিছু এসএমএস (SMS) উদ্ধার করতে পেরেছি। তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কিছু সূত্র আমরা পেয়েছি মানিক ভট্টাচার্যর কাছ থেকে।"

বিচারপতি বলেন, "কতবার লন্ডনে (London) গিয়েছেন মানিক ভট্টাচার্য? তাঁর বাড়ির ঠিকানা জানেন? আমি বলতে পারি? শুনবেন? লন্ডনে তাঁর বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন  রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে  "দিদি একা সামলাতে পারছেন না। চারপাশে এত দুর্বৃত্ত থাকলে সামলাবেন কী করে? 

আজকেই মানিক ভট্টাচার্যর দু'টো পাসপোর্টের হদিশ পাওয়া গিয়েছে। লজ্জার বিষয় এটাই যে এখনও তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তৃণমূলের তরফে এই মন্তব্যের চরম বিরোধিতা করা হয়েছে। যদিও বিজেপির তরফ থেকে বিচারপতির মন্তব্যকে সমর্থন করছেন। সত্যিই 'দিদি' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রাজ্য চালানো সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন  দিলীপ ঘোষে ( Dilip Ghosh)।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad