রাতদিন ওয়েবডেস্ক : কেষ্টর জেলায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে দিদির দূত! বারবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বীরভূমে আসা দিদির দূত ও দিদির সুরক্ষা কবচের তৃণমূল সদস্যদের। কিছুদিন আগেই দিদির রক্ষাকবচ কর্মসূচির আওতায় বীরভূমে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে বীরভূমের তৃণমূল বিধায়ক বিকাশরায় চৌধুরীকে। এলাকার বেহাল দশা রাস্তাঘাট এবং নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় তৃণমূল কর্মীদের ও বিধায়কের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বীরভূমের সাধারণ নাগরিকদের।
আরও পড়ুন : Coal Smuggling : মোষে টানা গাড়িতে বাজেয়াপ্ত কয়লা!
রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের গড় চর্চায় সবার উপরে থাকলে ও এবার বেশ কয়েকবার দিদির দূত ও দিদির রক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে একের পর এক তৃণমূলের নেতৃত্বদের। স্থানীয় সূত্রের দাবি, বীরভূমের তৃণমূল বিধায়ক গ্রামে ঢোকার পথে বাঁশ গাছ ফেলে রেখে তারপর আটকে দেওয়া হয়েছিল। দিদির দূত সিউড়ির বিধায়ক সেই বিকাশ রায়চৌধুরী আবার বিক্ষোভের মুখে পড়লেন দিদির রক্ষাকবচ কর্মসূচির প্রার্থী হিসেবে এসে।
আরও পড়ুন :- Vande Bharat Express : চলতি মাসেই রাজ্যে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস
কেষ্টর জেলায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে দিদির দূত! সিউড়ির আনন্দ পঞ্চায়েতের জনিতপুর গ্রামে যাওয়ার সময় গ্রামবাসীদের অভিযোগ আবাস যোজনার বাড়ি তৈরির জন্য অনেককেই কাটমানি নিচ্ছেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে এই অভিযোগ যারা এনেছে তাদের বেশির ভাগই তৃণমূল কর্মী বলে পরিচয় দিয়েছেন তারা। এর পাশাপাশি এলাকার নিকাশি ব্যবস্থা এবং বেহাল রাস্তার জন্য ক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। একদিকে বিধায়কের বিরুদ্ধে ক্ষোভের মুখে পড়া গ্রামবাসী এবং অপরদিকে বিধায়কের অনুগামী তৃণমূল কর্মীদের স্লোগান শুরু হয়। স্থানীয়দের অনেকের অভিযোগ স্লোগানের জেরে বিধায়কের কাছে অনেকেই অভিযোগ জানাতে পারেননি। ঘটনাস্থল থেকে বিধায়ক চলে গেলেও পরে স্থানীয়দের দাবি গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনার জন্য স্থানীয় একটি ক্লাবে এসে গ্রামবাসীদের সাথে সাক্ষাৎকার করেন বিধায়ক। এই প্রসঙ্গে বিধায়ক বলেন,"এখানে কোন ক্ষোভ নেই এটা তৃণমূলের পরিবার ওরা তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গেই থাকবে।তবে কেউ ভুল করলে পদক্ষেপ করা হবে।"

