রাতদিন ওয়েবডেস্ক : কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় নতুন এক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন যার নাম দিদির রক্ষা কবচ। মূলত এই কর্মসূচিতে সারা রাজ্য জুড়ে দলীয় নেতা-নেত্রী অংশগ্রহণ করবে। পাশাপাশি সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাসেবক অর্থাৎ তৃণমূল কর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য সাধারণ জনগণের বাড়ি বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলির সুযোগ সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছে কি না তা দেখা। এবং যারা সঠিক সুযোগ সুবিধা পাচ্ছে না তারা যাতে তৎক্ষণাৎ এই প্রকল্প গুলির লাভ নিতে পারে সেই বিষয় গুলির উপর লক্ষ রাখা। পাশাপাশি মানুষের বিভিন্ন অভাব অভিযোগুলির উপরেও লক্ষ রাখা হবে এই কর্মসূচির মাধ্যমে। এক কথায় দিদির রক্ষা কবচের মাধ্যমে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে তাদের জনসংযোগ বাড়ানো এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিল।
এই বার্তাকে আজ রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জীর নেতৃত্বে নেতাজিনগর সুইমিং ক্লাবে এক সাংবাদিক সম্মেলন হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সভাপতি প্রবীর কর, জেলা পরিষদের কর্মাদক্ষ জাহানারা বিবি, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন মেয়র পারিষদ অরিত্রীকা চ্যাটার্জী, পৌরপিতা শাহনাওবাজ আলি মন্ডল, রাজারহাট-নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আফতাব উদ্দিন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। এছাড়াও বিধায়ক তাপস চ্যাটার্জীর উদ্যোগে আগামী ৭ ও ৮ই জানুয়ারি আয়োজিত 'এমএলএ কাপ' অনুষ্ঠানের বিস্তারিত জানানো হয় এদিনের সাংবাদিক সম্মেলনে।

