রাতদিন ওয়েবডেস্ক : চলতি মাসই রাজ্যে শুরু হতে চলেছে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস । হাওড়া জলপাইগুড়ির পর এবার হাওড়া থেকে পুরীগামী একটি বন্ধে ভারত সেমি হাই স্পিড এক্সপ্রেস শুরু হতে চলেছে। এক মাসের মধ্যেই আরেকটি সেমি হাই স্পিড এক্সপ্রেস উপহার হিসেবে পেয়ে খুশি রাজ্যবাসী।
আরও পড়ুন : Coal Smuggling : মোষে টানা গাড়িতে বাজেয়াপ্ত কয়লা!
রাজ্যে শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস পেয়ে ইতিমধ্যেই খুশি রাজ্যবাসী। আট ঘণ্টার মধ্যে হাওড়া থেকে জলপাইগুড়ি খুশি করার সুযোগ সুবিধা সহকারি পৌঁছে যাওয়ায় দিনে দিনে জনপ্রিয়তা বেড়ে চলেছে এই ট্রেনটির। এই ট্রেনের মধ্যে থাকছে ফ্লাইটের মত সুযোগ সুবিধা। সিটগুলি ৩৬০° ঘুরতে পারে অর্থাৎ যেদিক খুশি সেদিকেই সিট ঘুরিয়ে বসতে পারেন। এর পাশাপাশি মেনুতে থাকছে বাঙালির প্রিয় খাদ্য তালিকার কয়েকটি ব্যঞ্জন। কফি জুস থেকে শুরু করে অসামাংশ ভাত রুটি ও দই পর্যন্ত ট্রেনের মধ্যেই পেয়ে যেতে পারেন যাত্রীরা।
আরও পড়ুন: - কেষ্টর জেলায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে দিদির দূত!
চলতি মাসেই রাজ্যে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরি যাওয়ার জন্য শুরু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসটির যাত্রী প্রতি ভাড়া কত থাকবে তা এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। মালদহসহ ভিন রাজ্যে হওয়া বন্দে ভারত এক্সপ্রেস এর পাথর হামলা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্যও সজাগ রয়েছেন রেল পুলিশরা। নতুন সেমি হাই স্পিড এক্সপ্রেসের জন্য গভীর আগ্রহে রয়েছেন রাজ্যবাসী।

