রাতদিন ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতির মাঝে ২০২২ সালে হওয়া টেট পরীক্ষার (Primary TET Exam) ফলাফল প্রকাশিত হলো আজ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে প্রাথমিক টেটের ফলাফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal)। এই প্রথম এত কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে টেট পরীক্ষার (TET Exam)। পরীক্ষার ফলাফলে পাশ দেড় লক্ষ ছাত্রছাত্রীর।
সূত্রের খবর অনুযায়ী, নিয়োগ দুর্নীতি এবং রাজ্যে মন্ত্রীদের গ্রেপ্তার তদন্তের মধ্যেই চট জলদি টেট পরীক্ষা সেরে ফেলেছিল রাজ্য। এই প্রথম কম সময়ের মধ্যে টেট পরীক্ষার দু মাসের মাথায় প্রকাশিত হলো ফলাফল। গত ১১ ডিসেম্বর হয়েছিল ২০২২ সালের প্রাথমিক টেট। অংশগ্রহণ করেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। পর্ষদ জানিয়ে দিয়েছিল, ৬০ শতাংশ নম্বর পেলে অর্থাৎ ৯০ পেলেই পরীক্ষার্থীদের টেট পাশের সার্টিফিকেট দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী টেটে পাশ করলেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিং( Ena Sigh)। দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন। তৃতীয় হয়েছেন ৪ জন। প্রথম দশে রয়েছেন ১৭৭ জন।
নিয়োগ দুর্নীতি নিয়ে এবং টেট পাস করা ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের জন্য এ বছরের পরীক্ষা স্বচ্ছতার সঙ্গেই প্রকাশিত হবে বলে জানিয়ে দিয়েছিল পর্ষদ।ছাপার ভুল বা অনুবাদের ভুল থাকার কারণে চারটি প্রশ্ন নিয়ে অভিযোগ করেছিলেন পড়ুয়ারা। সেই অভিযোগও মেনে নিয়েছে পর্ষদ। এবং জানিয়ে দেওয়া হয়েছে, ভুল হোক বা ঠিক। ওই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা পেয়ে যাবেন চার নম্বর। জানি এবছরের টেট পরীক্ষা কোন বিতর্ক হবে না বলে জানিয়ে দিয়েছে পর্ষদ ।