রাতদিন ওয়েবডেস্ক : লালার ডায়েরির সূত্র ধরেই বালিগঞ্জে উদ্ধার মোটা টাকা। ইডি(ED) সূত্রের দাবি কয়লা পাচারের মাথা অনুপ মাজি বা লালার ডায়েরিতে (Lala's Dairy)লুকিয়ে বহু তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই বালিগঞ্জে (Ballygunge) হানা দিয়েছিল ইডি। বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে বেসরকারি সংস্থার অফিস থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। সূত্রের খবর অনুযায়ী,এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( Enforcement directorate) সূত্র জানিয়েছে, কয়লা পাচারের ঘটনার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার একটি ডায়েরির সূত্র ধরেই বালিগঞ্জের ওই সংস্থার নাম ইডি জানতে পারে।
ওই ডায়েরিতে উল্লেখ করা ছিল যে, ৪ লক্ষ ৩১ হাজার টাকা একটি সংস্থাকে দেওয়া হয়। ইডি নিশ্চিত হয় যে, ওই টাকা কয়লা পাচারের। ওই সংস্থার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা যায়, ওই চার লক্ষাধিক টাকা বেসরকারি সংস্থাটির মাধ্যমে বালিগঞ্জের সংস্থাটির অ্যাকাউন্টে পৌঁছায়। কয়লা পাচারের কালো টাকা প্রমো টিনের বাড়ি নির্মাণের সাদা টাকা হয়ে একাউন্টে ঢুকতো বলে অভিযোগ।
ইডি সূত্রের খবর ,দক্ষিণ কলকাতার বালিগঞ্জে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি জানিয়েছে, যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটি একটি বেসরকারি সংস্থার অফিস। মঙ্গলবারই দিল্লি থেকে ইডির একটি টিম কলকাতায় আসে। বুধবার দুপুর বারোটা নাগাদ ওই বেসরকারি সংস্থাটির দু’টি অফিসে হানা দেন গোয়েন্দারা। সংস্থাটি মূলত প্রোমোটিং বা রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত। ওই টাকার সঠিক হদিস এবং লেনদেনের কোন প্রমাণপত্র মেলেনি।