রাতদিন ওয়েবডেস্ক : যত কাদা ছিটাবে ততই পদ্ম ফুটবে, রাজসভায় ভাষণ মোদির . আদানি ইস্যুকে হাতিয়ার করে তাঁর মুণ্ডপাত করেছেন রাহুল গান্ধী-সহ বিরোধীরা। এই পরিস্থিতিতে বুধবার সংসদে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি রাজ সবাই উপস্থিত বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন 'যতই কাদা ছিটাবে ততই পদ্ম ফুটবে'। অর্থাৎ বিজেপিকে কোনভাবেই পিছিয়ে রাখা সম্ভব নয়।
সূত্রের খবর অনুযায়ী, রাজসভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে মোদির বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। যেখানে আদানি ইসুকে নিয়ে বারবার কেন্দ্রের উপর নিশানা দাগছিল বিরোধীরা। এ সমস্ত অভিযোগের বিরুদ্ধে গিয়ে প্রধানমন্ত্রীর ভাষণের শুরুতেই বিরোধীদের তুমুল বিক্ষোভের বিপরীতে গিয়ে পরিস্থিতিতে বলতে উঠে প্রধানমন্ত্রীর কটাক্ষ, ''সমস্যা সমাধানের চেষ্টাই নেই বিরোধীদের। তাদের হাতে কাদা আছে, তারা সেটাই ছুঁড়ছে। যতই কাদা ছেটানো হবে ততই পদ্ম ফুটবে।'' রীতিমতো শায়েরি শুনিয়ে তিনি বলেন, ''কিচাড় উসকে পাস থা, মেরে পাস গুলাল। জো ভি জিসকে পাস থা, উসনে দিয়া উছাল।'' সেই সঙ্গে তাঁর অভিমান, ''সংসদে কয়েকজনের ব্যবহার নিরাশ করে।'' এরই পাশাপাশি হাত শিবিরকে কাঠগড়ায় তুলে মোদির দাবি, ''দেশের উন্নয়নে কোনও ভূমিকাই নেই কংগ্রেসের।''
মোদী ভাষণ দিতে উঠলেই বিরোধীরা রাষ্ট্রসভা জুড়ে বলে ওঠে "মোদী আদানি ভাই ভাই"। এই কথাটি ঠিক মত মুখোমুখি নিতে পারেনি প্রধানমন্ত্রী। বিরোধীরা চেঁচাতে থাকেন, ''পিএম মোদি কুছ তো বোলো।'' এই বিরোধিতার আবহে বলতে গিয়ে মোদি ছিলেন আক্রমণাত্মক। আর এই আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল কংগ্রেসই। তাঁর কথায়, ''আমি ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী হই, তখনই দেখেছিলাম কংগ্রেস সর্বত্র সব ইস্যুতেই সমস্যা তৈরি করে।'' কংগ্রেস নয়, তাঁর সরকারই যে গরিবদের জন্য অনেক কাজ করেছে বলেও দাবি করেন তিনি।