Type Here to Get Search Results !

আদানি হল বিজেপির প্রিয় গরু, তীব্র কটাক্ষ সঞ্জয় রাউতের

রাতদিন ওয়েবডেস্ক : মোদি সরকারের পশু কল্যাণ বোর্ডের (Animal Welfare Board) এক বিবৃতিতে বলা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-র (Valentine’s day) দিন ভালবাসুন, আলিঙ্গন করুন, তবে গরুকে। কেন্দ্রের ওই পরামর্শকে হাতিয়ার করে বিজেপি-আদানি তথা মোদি-আদানি ঘনিষ্ঠতাকে তীব্র কটাক্ষ করলেন শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) শিবিরের অন্যতম মুখ সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি মন্তব্য করলেন, কোটিপতি আদানি হলেন বিজেপির (BJP) পবিত্র গরু।আদানি গ্রুপ তথা শিল্পপতি গৌতম আদানিকে (Goutam Adani) নিয়ে উত্তাল গোটা দেশ। জানিয়ে বিজেপিকে নিশানা করছে বিরোধীপক্ষরা ।


শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর পতন রোখা যাচ্ছে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই বিষয়ে প্রধানমন্ত্রীর জবাবদিহি চাইলেও নিজের ভাষণে মুখ খোলেননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও মোদি-আদানি ভাই ভাই স্লোগান উঠেছে সংসদে। জানি বিরোধীরা তদন্ত করার আজি্ জানিয়েছেন।পশু কল্যাণ বোর্ডর ভ্যালেন্টাইনস ডে স্পেশাল পরামর্শের পর সঞ্জয় রাউত কটাক্ষ করলেন, "আদানি হল বিজেপির পবিত্র গরু। পবিত্র গরুকে বারবার জড়িয়ে ধরেছে তারা। ভালোবাসা দিবসে বাকি গরুদের আলিঙ্গন করতে বলা হচ্ছে আমাদের।" রাউত যোগ করেন, গোমাতার প্রতি ভালবাসা বোঝাতে আলাদা করে কোনও দিনের প্রয়োজন নেই।

চিনি চাপিয়ে ভারতীয় সংস্কৃতি মুছে যাচ্ছে আর জন্যই দেশের প্রধানমন্ত্রী ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার জন্য  ভ্যালেন্টাইন্স ডের দিন পশুকে জড়িয়ে ধরার উপদেশ দিয়েছেন। যার জন্য অবশ্য  বিরোধীরা সরব হয়েছেন।পশু কল্যাণ বোর্ড আরও জানিয়েছেন, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাদের আবেদন, যারা গরুকে ভালবাসে তারা যেন ১৪ ফেব্রুয়ারি গবাদি পশুকে আলিঙ্গন করেন। তাতে জীবন আরও সুখের হয়ে উঠবে। এভাবেই ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ পালনের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় বোর্ড ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad