Type Here to Get Search Results !

দুর্নীতির টাকায় ২৫ কিলো ইলিশ যেত পার্থর বাড়িতে! ইডির জেরায় ফাঁস কুন্তলের

রাতদিন ওয়েবডেস্ক : দুর্নীতির টাকায় ২৫ কিলো ইলিশ যেত পার্থর বাড়িতে!নিয়োগ দুর্নীতির মামলায় হাওড়ার যুবনেতা কুন্তল ঘোষের (kuntal Gosh) বয়ানে পাওয়া তথ্য থেকে সামনে এসেছে ‌পার্থ চট্টোপাধ‌্যায়কে(Partha Chatterjee) ২৫ কিলো ইলিশ মাছ খাইয়েছিলেন হুগলির যুব নেতা কুন্তল ঘোষ।সেই সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে কীভাবে নগদ টাকা পৌঁছে যেত, সেই সম্পর্কেও বেশ কিছু তথ‌্য এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) গোয়েন্দাদের হাতে। 

প্রসঙ্গত হাওড়ার যুবনেতা কুন্তল ঘোষকে ক্রমাগত জেরার ফলে দুর্নীতি মামলায় জড়িয়ে থাকা নামগুলি ক্রমাগতই বাইরে আসছে। সম্প্রতি কুন্তল ঘোষের বয়ানে খোজ মিলেছে কিভাবে টাকা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাউন্টে পৌঁছেযেত। এর পাশাপাশি কুন্তল ঘোষের ১০০ টিরও বেশি মূল্যবান গাড়ির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর গোয়েন্দারা।ওই গাড়িগুলির বেশিরভাগই বিভিন্ন ‘প্রভাবশালী’ ব‌্যক্তিকে উপহার হিসাবে দিয়ে কুন্তল তাঁদের খুশি করার চেষ্টা করতেন। এমনকী, তাঁর দেওয়া গাড়ি পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে গিয়েছিল কি না।


ইডির দাবি, গত বছরের জুলাই মাসে পার্থ চট্টোপাধ‌্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ‌্যায়ের কাছ থেকে যে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, তার একাংশ কুন্তল ঘোষের কাছ থেকে এসেছে। শুক্রবার আদালতের আবেদনেও ইডি জানিয়েছে, পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে সরাসরি নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছত। ইডি জানিয়েছে, কুন্তলকে জেরা করে জানা গিয়েছে যে, ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত যখন নিয়োগ দুর্নীতি চূড়ান্তে উঠেছে, তখন কুন্তল ঘোষ নিজেই পার্থ চট্টোপাধ‌্যায়ের হাতে টাকা দিয়ে আসতেন। বেশ কয়েক দফায় দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে গিয়ে নগদে দেওয়া হয়েছিল কয়েক কোটি টাকা।২০১৯ সালের বর্ষায় কুন্তল ঘোষ কোলাঘাট থেকে টাটকা ২৫ কিলো ইলিশ কেনেন। সেই ইলিশ মাছ কুন্তল নিজে গাড়ি করে সরাসরি নিয়ে যান পার্থ চট্টোপাধ‌্যায়ের কাছে। কুন্তল ইডিকে জানিয়েছেন, সেই ইলিশ পেয়ে অত‌্যন্ত খুশি হয়েছিলেন পার্থবাবু।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad