রাতদিন ওয়েবডেস্ক : স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তাই বিয়ের পর থেকেই অত্যাচারিত হয়ে আসছিলেন তৃণমূল নেত্রী সুজাতা খাঁ মণ্ডল (Sujata kha Mondal)। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ'র( Soumitra Kha) বিরুদ্ধে এবার ত্রিকোণ প্রেমের তত্ত্ব এনে বিস্ফোরক অভিযোগ করলেন সুজাতা। শুক্রবার বাঁকুড়া আদালতে (Bankura Court) বিবাহ বিচ্ছেদের মামলাতে গিয়ে ঠিক এমনই মন্তব্য করেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী,২০১৬ সালের ১ জুলাই বড়জোড়ার বাসিন্দা সুজাতা মণ্ডলকে বিয়ে করেন বিষ্ণুপুরের তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সৌমিত্র বিজেপিতে যোগ দেন। ২০১৯ সালে আদালতের নিষেধাজ্ঞায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে নামতে পারেননি। সেই সময় সুজাতা স্বামীর হয়ে প্রচারে নামেন। কিন্তু নির্বাচনে জয়ের পরই ধীরে ধীরে স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর তারপর থেকেই স্বামী স্ত্রী দুজনেই আলাদা থাকতে শুরু করেন। পরে দুজনের এই মামলা আদালত পর্যন্ত গেলে সেখানে সৌমিত্র খাঁর , স্ত্রী সুজাতা স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন।
"স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক" দাবি সৌমিত্রর স্ত্রী সুজাতার। প্রসঙ্গত স্বামীর সাথে বিচ্ছেদের পরই বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন সুজাতা। শুক্রবার আদালতে গিয়ে নিজের সাংসারিক জীবনের অশান্তি এবং অত্যাচারের কথা বলেন। তিনি জানেন স্বামীর একাধিক মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার জেরে সংসারে অশান্তি লেগেই থাকতো। তাই তিনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তিনি কোন নারীর নাম না নিয়েই, আদালতে দাঁড়িয়ে স্বামীর উদ্দেশ্যে অভিযোগ করেন, ‘‘ওই মহিলা শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতির স্ত্রী। তার সঙ্গেই সৌমিত্র বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন।’’ আর তার জেরি নিজেদের সংসারে ইতি টানতে চাচ্ছেন তিনি।