Type Here to Get Search Results !

হিন্দু সেনার আরজি খারিজ করল হাইকোর্ট

রাতদিন ওয়েবডেস্ক :  হিন্দু সেনার আরজি খারিজ করল হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) সম্পর্কিত বিবিসির(BBC) তথ্যচিত্র নিয়ে তরজা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। ভারতীয় সংবিধানের ইতিহাস ও বিজেপির ভুল চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে 'দ্যা মোদি কোয়েশ্চেন' (The Modi Question) নামে এই তথ্য চিত্রটি' নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।  হিন্দু সেনার বিরোধিতাতে  সরব হয়েছে বিজেপি। জানিস সুপ্রিম কোর্টে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল হিন্দু সেনা। এই আরজিকে খারিজ করলো সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না (Sanjeev Khanna)ও  বিচারপতি এম এম সুন্দরেশের(M.M Sunderesh)  বেঞ্চের তরফ থেকে।

সম্প্রতি বিবিসির তরফ থেকে গুজরাট(Gujrat) দাঙ্গাকে 'দা মোদি কুয়েশ্চেন'  তথ্যচিত্রে তুলে ধরা হয়। যা প্রকাশের পর থেকেই বিজেপি ও হিন্দু সেনার মধ্যে তরজা শুরু হয়েছে। তাই অনেকে ই এই তথ্যচিত্রকে বয়কটের দাবি জানিয়েছেন। কট্টর হিন্দুবাদী দল হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্তা মামলাটি করেছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে এবং প্রতিত্তরে বলে,"কি করে একটি তথ্যচিত্র দেশে প্রভাব ফেলতে পারে"?। আবেদনকারীদের অর্থাৎ হিন্দু সেনার আইনজীবী পিংকি আনন্দ সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছিলেন এই তথ্যচিত্র ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তিকে কলঙ্কিত করছে। পাশাপাশি এই তথ্যচিত্রের পেছনে  'ষড়যন্ত্র' রয়েছে। শিশু আদালতে এই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়ার আরজিও জানানো হয়েছিল কিন্তু শুক্রবার মামলাটি খারিজ করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এম এম সুন্দরেসে বেঞ্চ ।

এর পাশাপাশি তথ্যচিত্রকে বয়কটের দাবিতে হিন্দু সেনার সমর্থকরা নয়া দিল্লির কস্তুরবা গান্ধীমাগকে (Delhi Kosturoba Gandhimarg)অবস্থিত বিবিসির দপ্তরের সামনে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখায়। হিন্দু সেনার একজন বিশিষ্ট মুখ বিষ্ণু গুপ্তা(Bishnu Gupta) জানিয়েছিলেন,"বিবিসি এই দেশের ঐক্য এবং অখণ্ড তার জন্য বিপদজনক। তাই সে কথা মাথায় রেখে বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।"দিল্লির রাস্তায় হিন্দু সেনার সদস্য সহ নরেন্দ্র মোদির অনুগামীরা বিবিসির বিরুদ্ধে  প্রতিবাদে নেমেছে ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad