Type Here to Get Search Results !

সৌরভের ভূমিকায় ঋষি-পুত্র, নাম ঘোষণা প্রযোজকদের

 রাতদিন ওয়েবডেস্ক : সৌরভের ভূমিকায় ঋষি-পুত্র, সৌরভের বায়োপিকে (Biopic)  মহারাজের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরকেই চূড়ান্ত করেছেন প্রযোজকরা। ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক থেকে চ্যাপেলের আমলে বঞ্চনা পর্ব। সেই বঞ্চনা পর্ব মিটিয়ে ফের বোর্ড সভাপতির পদে মহারাজকীয় প্রত্যাবর্তন। সাফল্য-বঞ্চনার এই ঘটনাবহুল কাহিনী পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ।তাই সেই চরিত্র ফুটিয়ে তুলতে বাছতে হয়েছিল একাধিক নায়ককে।

সূত্রের খবর অনুযায়ী শেষ পর্যন্ত রণবীরের (Ranbir Kapoor) নাম চূড়ান্ত হয়েছে।নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে দীর্ঘদিন প্রযোজকদের সঙ্গে আলোচনা করেছেন সৌরভ। ক্রিকেট কেরিয়ারের যাবতীয় গল্প শুনিয়েছেন। স্ক্রিপ্ট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।আগামী কয়েকমাসের মধ‌্যেই স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ হয়ে   গেলে শুরু হবে সিনেমা তৈরির কাজ। সূত্রের খবর থেকে জানা গেছে,সৌরভের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আগে থেকেই নাকি প্রযোজকরা রণবীরের সঙ্গে কথা বলছিলেন। অভিনেতার ডেট পাওয়াটা মুশকিল হচ্ছিল। সূত্রের খবর, সব সমস্যা মিটিয়ে 'ব্রহ্মাস্ত্র' তারকাকেই 'দাদা'র জীবন পর্দায় ফুটিয়ে তোলার জন্য বেছে নিয়েছেন প্রযোজকরা।

আরও পড়ুন ঃ ঝাড়ফুক ও জড়িবুটিতে সাধারণ ক্ষত বদলে গেল ক্যান্সারে

রণবীর সৌরভের ভূমিকায় অভিনয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের নামে আপত্তি জানাননি। যদিও নিজের বায়োপিকের জন্য মহারাজের প্রথম পছন্দ নাকি ছিলেন রণবীর সিং(Ranbir Singh)। কিন্তু রণবীর সদ্যই কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার রণবীর কাপুরের সামনে চ্যালেঞ্জ সৌরভের চরিত্র দক্ষতার সামনে ফুটিইয়ে তোলার।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad