রাতদিন ওয়েবডেস্ক : দীর্ঘদিনের ঝামেলার মধ্যে দিল্লির মেয়র (Delhi Mayor Election) নির্বাচন হয়েছে বুধবার। সেদিন রাতেই নজিরবিহীন বিশৃঙ্খলার সাক্ষী থাকল দিল্লি। পুরনিগমের সবচেয়ে শক্তিশালী স্ট্যান্ডিং কমিটি গঠনের জন্য ভোটাভুটির সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দিল্লির (Delhi) কাউন্সিলররা।
সূত্রের খবর অনুযায়ী,নতুন মেয়র নির্বাচনের পরেই শুরু হয় স্ট্যান্ডিং কমিটির (Delhi Municipality Standing Committee) ৬ সদস্যের ভোট। বুধবার বিকেলে শুরু হওয়া এই বৈঠকেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন আপ ও বিজেপি সাংসদরা। নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ব্যালট বক্স ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ধাক্কাধাক্কি, মারামারির সঙ্গে চিৎকার করতে থাকেন দুই শিবিরের নেতারা। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দুইদলের মধ্যে বোতল থেকে শুরু করে জিনিসপত্র ছড়াছুড়ির মত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।বিজেপির মেয়র পদপ্রার্থী উঠে এসে মাইক ছিঁড়ে নিচ্ছেন। তবে বিজেপির মেয়র পদপ্রার্থী শিখা রাই বলেন,"আমরা মেয়রের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চেয়েছিলাম।" প্রবল বিশৃঙ্খলার মধ্যে ১৩ বার মুলতুবি হয়ে যায় এই অধিবেশন। আপ ও বিজেপি দুই তরফেই একাধিক অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন ঃ কেন্দ্রীয় প্রকল্প গুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা! ঘুরে দেখলেন বিজেপি কর্মীরা
ঘটনার তীব্র নিন্দা করেছেন আম আদমি পার্টির মুখ্য নেতা অরবিন্দ কেজরিওয়াল। পুলিশে তরফ থেকেও দুই দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নতুন মেয়র শেলি। তিনি বলেন, "বিজেপি কাউন্সিলররা আমাকে মারধরের চেষ্টা করছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই স্ট্যান্ডিং কমিটির নির্বাচন হচ্ছিল। তার মধ্যেই এহেন ঘটনা আসলে বিজেপির গুণ্ডামির নিদর্শন। একজন মহিলাকেও আক্রমণ করতে আটকায় না তাদের।"

