রাতদিন ওয়েবডেস্ক: অবশেষে মুক্তি পেলেন কেরলের বিতর্কিত সাংবাদিক সিদ্দিক কাপ্পান (Siddiqui Kappan)। বুধবার রাতে তাঁর জেল (Jail) থেকে বেরোনোর কথা থাকলেও যে বিচারক তাঁর মুক্তির নির্দেশ দিয়েছিলেন তিনি বার কাউন্সিলের ( Bar council) নির্বাচনে ব্যস্ত ছিলেন। তাই শেষপর্যন্ত বুধবার জেলমুক্তি হয়নি সিদ্দিকের। বৃহস্পতিবার সকালে জেল থেকে বেরলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী,২০২০ সালের ৫ অক্টোবর গ্রেপ্তার হন মালয়ালাম কাগজের সাংবাদিক কাপ্পান। উত্তরপ্রদেশের (UP) হাথরসে (Hathras) ধর্ষিতা এবং নিহত এক দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কাপ্পান। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই মথুরায় গ্রেপ্তার করা হয় তাঁকে। ইউএপিএ (UAPA) আইনে মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে। তাঁর সঙ্গে ধর্মীয় কট্টরপন্থী দল পিএফআই (PFI) এবং নিষিদ্ধ সংগঠন সিমি-র (SIMI) যোগ রয়েছে বলে অভিযোগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকার কাপ্পানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এনেছিল। এছাড়া তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ এনেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(Enforcement director)।
সিদ্দিকের জামিন মঞ্জুর হয়েছিল ২০২২ সালের ২৪ ডিসেম্বর। কিন্তু বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে ৫ সপ্তাহ তাঁকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। বুধবার রাতে সমস্তরকম আইনি জটিলতা মিটিয়ে ফেললেও ,বিচারক ব্যস্ত থাকায় বুধবারও জেল থেকে বেরোতে পারেননি তিনি। অবশেষে বৃহস্পতিবার জেলমুক্তি হল তাঁর।বন্দি হওয়ার প্রায় ২ বছর বাদে মুক্তি পেলেন ওই বিতর্কিত সাংবাদিক।

