রাতদিন ওয়েবডেস্ক: নেপাল থেকে এলো ছয় লক্ষ বছরের পুরনো পাথর। নেপালের গণ্ডকি নদী থেকে তোলা ৩০ টনের দুটি পাথর আনা হলো অযোধ্যায়। তা দিয়েই নির্মাণ শুরু রামলালার মূর্তি। জানা গেল ওই শালগ্রাম শিলাটি ৬ লক্ষ বছরের প্রাচীন। ২০২৪ সালের মকর সংক্রান্তিতেই (১৪ জানুয়ারি) রাম মন্দিরের গর্ভগৃহে নতুন রামলালার মূর্তি স্থাপন করার লক্ষ্য নিয়েছে রাম মন্দির ট্রাস্ট।
পুরান অনুযায়ী ভগবান রামের শ্বশুরবাড়ি নেপালে। সে দেশের গণ্ডকী নদী থেকে তোলা পবিত্র দু'টি পাথর থেকেই ভরাম এবং সীতার মূর্তিগুলি তৈরি করা হবে। পরে যা রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। নেপালের মুক্তিনাথ জেলার মোট ৩০ টন ওজনের দু'টি বড় আকারের পাথর ট্রাকে চেপে ইতিমধ্যে পৌঁছেছে রাম জন্মভূমিতে। উল্লেখ্য, এই পাথর বা শিলাগুলি শালগ্রাম শিলা বলে পরিচিত।
নেপাল থেকে এলো ছয় লক্ষ বছরের পুরনো পাথর।সনাতন রীতি অনুযায়ী মকর সংক্রান্তিতে মূর্তি স্থাপনের রেওয়াজ রয়েছে। কারণ এই সময় সূর্য দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে ভ্রমণ করে থাকে। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, মকর সংক্রান্তিই হল রাম মূর্তি স্থাপনের সবচেয়ে শুভদিন কারণ হিসেবে বলা হয়েছে রামায়ণে লেখা (Ramayan) অনুযায়ী সীতা ছিলেন নেপালের রাজা জনকের কন্যা। নেপালের জনকপুরে শুক্লা পঞ্চমীর দিনে রাম ও সীতার বিবাহকে উদযাপন করা হয়। ফলে রাম মূর্তির জন্য নেপাল থেকে শালগ্রাম শিলা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে দাবি।