Type Here to Get Search Results !

আবাস যোজনার দুর্নীতি নিয়ে আন্দোলনে সরব সিপিআইএম

 রাতদিন  ওয়েবডেস্ক : আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে গতকাল নন্দকুমার বিডিও অফিসে সিপিআইএমের তরফ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ হয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে বাম কর্মীদের ওপরে পুলিশি নির্যাতন ও লাঠি  চার্চ চালানো হয়। পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও চলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ ১৮ জন সিপিএম কর্মীদের পুলিশ গতকাল রাতে আটক করে ও পরে গ্রেফতার করে। 

নিঃশর্তভাবে মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ জেলার সর্বত্র প্রতিবাদ, বিক্ষোভ, পথ অবরোধ কর্মসূচি চলবে বলে রাজ্য সিপিআইএম কর্মী সমর্থকরা জানান। আজ সকালে কাঁথি ৩  ব্লকের বেতালিয়া বাসস্ট্যান্ডে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের উপরে প্রায় আধঘন্টা ধরে সিপিএমের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলে। তাতে আটকে পড়ে পথ চলতি বহু  মানুষজন ও বহু পর্যটকের গাড়ি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন সিপিআইএমের মারিশদা এরিয়া কমিটির সদস্য ঝাড়েশ্বর বেরা, রূপচাঁদ খান, সোহরাব আলী,জামাল মোহাম্মদ, পরিতোষ করণ প্রমূখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad