রাতদিন ওয়েবডেস্ক : হিজাব নিয়ে চলা আন্দোলন এখনো পর্যন্ত দমন করতে পারেনি ইরান সরকার। তাই একের পর এক আন্দোলনকারীকে মৃত্যুদন্ডে সাজা দিচ্ছে কঠোর ইরান সরকার। একে একে করে নির্দোষদের জনসম্মুখে ক্রেনে করে মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছেন ইরান সরকার।হিজাব নিয়ে চলা আন্দোলন প্রায় কয়েক মাসে এসে দাঁড়িয়েছে ইরানে। একের পর এক ইসলামী দেশগুলি ইরানের এই আন্দোলনকে সমর্থন করছেন। ইরানের রাজপথ পরিণত হয়েছে বিক্ষোভকারীদের আন্দোলনের মঞ্চে। তাই সব কিছু দেখে দিন দিন কঠোরতর হয়ে যাচ্ছে ইরানে সরকার।
এখনো পর্যন্ত প্রায় শতাধিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইরান সরকারের তরফ থেকে । সেই তালিকায় রয়েছে পাঁচ জন মহিলাও। ইরানি কাজ করা নরমের এক মানবাধিকার সংগঠনের সমীক্ষায় বলা হয়েছে এখনো পর্যন্ত কমপক্ষে ১০০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। যদিও এই সংগঠনের মন্তব্য এই সংখ্যা আরো বেশি বা কম নয় কারণ বহু আন্দোলনকারীদের পরিবারকে ভয় দেখিয়ে রেখেছে প্রশাসন ফলে পরিবারের কারণ মৃত্যুদণ্ড হলে অনেকেই তা সমীক্ষকদের কাছে স্বীকার করছেন না।

