রাতদিন ওয়েবডেস্ক : নতুন বর্ষ শুরুর সাথে সাথে আমজনতা নিখরচায় রেশন পাবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি কেন্দ্রে তরফ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার পর গ্রাহকদের হাতে রেশন স্লিপ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে লেখা থাকবে যে গম বা চাল গ্রাহকদের দেওয়া হচ্ছে তাতে কেন্দ্রীয় সরকার কত ভর্তুকি দিচ্ছে ।নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে খাদ্য সুরক্ষা আইনের আয়তায় থাকা ৮০ কোটির বেশি মানুষকে নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশন দোকানে যে স্বল্প মূল্যে আগে চাল গম পাওয়া যেত তার বদলে বর্তমানে বিনামূল্যেই চাল গম তুলে দিতে চলেছে মোদি সরকার।
এছাড়াও চাল ও গম কেনার পর গ্রাহকদের বিনামূল্যের রেশনের সাথে সাথে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হবে। স্লিপে লেখা থাকবে কেন্দ্রীয় সরকার কত পারসেন্ট ভর্তুকি দিচ্ছে এবং গ্রাহককে দেওয়া চাল ও গমের পুরোপুরি খরচ নিচ্ছে কেন্দ্র। অর্থাৎ প্রতিটি রেশন দোকানের বাইরে লেখা থাকবে কেন্দ্র কতখানি রেশন বিনামূল্যে দিচ্ছে। আর সাধারণ মানুষকে নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্তকে প্রচার করার জন্য এগিয়ে থাকছে মোদি সরকার। যদিও এর আগে প্রবীণ নাগরিকদের কমদামে রেলের টিকিট দেওয়ার সময় টিকিটের পেছনে কেন্দ্র কত পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে তাও লেখা ছিল। এবার একই জিনিস পুনরাবৃত্তি ঘটতে চলেছে রেশন দোকানের স্লিপে।
রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষম্ভর বসু কেন্দ্রীয় খাদ্য ও গণ বন্টন সচিব সঞ্জীব চোপড়া কে চিঠি লিখে জানতে চেয়েছেন যে চাল গম তাদের কাছে রয়েছে তার কি হবে। কেন্দ্রীয় নিখরচায় রেশনের সম্পূর্ণ খরচ দিয়ে পুরো কৃতিত্বটাই চাইছে বলে মনে করা হচ্ছে। তাই রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার বাড়তি পন্য দিলে তার জন্য আলাদা করে বায়োমেট্রিক যাচাই করতে হবে যাতে স্পষ্ট হয় কেন্দ্র কি দিচ্ছে আর রাজ্য কি দিচ্ছে। আর তার নির্ণয় করেই সাধারণ মানুষকে বলে দেওয়া হবে।

