রাতদিন ওয়েবডেস্ক : "ভিন্ন দৃষ্টিতে আমার চন্দ্রকোনা", চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় এর নবনির্মিত আলোচনাভবনে আজ একটি বইয়ের আত্মপ্রকাশ ঘটে। বইটি চন্দ্রকোনা কেন্দ্রিক বই ভিন্ন দৃষ্টিতে আমার চন্দ্রকোনা দৃষ্টিতে। চন্দ্রকোনা শহরকেন্দ্রিক এই বইটি ভিন্ন দৃষ্টিতে আমার চন্দ্রকোনা।
শুধু চন্দ্রকোনার ইতিহাস নয় এখানে চন্দ্রকোনা শহরের অতীতের কথা পুরাতাত্ত্বিক ইতিহাস পুরানো দিঘির কথা পুরানো হাটের কথা লেখক তার বইয়ে ফুটিয়ে তুলেছেন। লেখক তারাপদ বিশুই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। আজ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডাক্তার মনোরঞ্জন গোস্বামী, ডাক্তার সুদর্শন রায়, শান্তি পাহাড়ি, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারপারসন প্রতিমা পাত্র কলেজের অধ্যাপক অধ্যাপিকারা।

