রাতদিন ওয়েবডেস্ক : সুশান্তের মৃত্যুর পর প্রায় দু বছর কেটে গেছে। মৃত্যু রহস্যকে আত্মহত্যা বলে দাবি করলেও কোনভাবে তা মেনে নিতে পারেনি সুশান্তের পরিবারসহ কাছের মানুষেরা। পরিবারের দাবি সুশান্তের মতো দৃঢ় পরিকল্পনার ছেলের পক্ষে আত্মহত্যা করা অসম্ভব যা তারা মেনে নিতে পারছেননা । অপরদিকে পুলিশ কোনরকম তদন্তে সুরাহা না পাওয়ায় সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলেই জনসম্মুখে প্রচার করে।
সূত্রের খবর অনুযায়ী ১৪ই জুন ২০২০ তে সুশান্তের আত্মহত্যা মেনে নিতে পারেনি কেউ। তারপর একের পর এক বলিউড বড় মাপের তারকাদের নাম জড়িয়েছিল সুশান্তের মৃত্যুতে। সুশান্তের মৃত্যু থেকে বড় মাপের ড্রাগচক্রের ও হদিশ পেয়েছিল পুলিশ। কিন্তু দিন বেরোতে না পেরেতে সবকিছু ধামাচাপা পড়ে গেছে। এবার দু'বছর পর সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন মর্গের রক্ষী। রূপকুমার শাহ নামে ওই ব্যক্তি দাবি করেন তিনি স্বচক্ষে দেখেছিলেন সুশান্তের বডিতে কিছু দাগ।
যে গুলির মধ্যে চোখে ঘুষি মারার দাগ, গলাতে রয়েছে গলা টিটেপার দাগ এবং বডিতে কিছু জায়গায় হাড় ভাঙার চিহ্ন দেখেছিলেন তিনি। তখন কোন রকম পারিপার্শ্বিক চাপের জন্য মুখ খুলতে পারেননি তিনি। তাই এখন সুসান্তের মৃত্যু রহস্য তে সুশান্ত সিং কে খুন করা হয়েছে বলে দাবি জানিয়েছেন তিনি। বিগত দু'বছর পর সুসান মৃত্যুর রহস্যকে পুনরুদ্ধার করে সকলের মনে কৌতূহল জাগিয়ে তুলেছে রূপ কুমার সাহ।

