Type Here to Get Search Results !

নন্দকুমারে বামেদের বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ১০, তোলা হলো আদালতে

 রাতদিন ওয়েবডেস্ক :  নন্দকুমারে বামেদের বিক্ষোভের ঘটনায় গ্রেফতার হওয়া ১০ জনকে শনিবার তমলুক জেলা আদালতে নিয়ে আসা হয়। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে গতকাল সিপিআইএমের যে বিক্ষোভ ডেপুটেশন ছিল নন্দকুমারের তাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও মারধরের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য  আটক করা সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ ৮ জন নেতৃত্বকে  ছেড়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে। গ্রেপ্তার হওয়া ১০ জনকে আজ নন্দকুমার থেকে তমলুক আদালতে আনা হলো। কিন্তু সিপিআইএমের তরফ থেকে জানানো হয়েছে গ্রেফতার করা হলেও তাদের বিক্ষোভ কোন ভাবে থেমে থাকবে না। দুর্নীতির বিরুদ্ধে তারা  প্রতিবাদ করে চলবে। 

উল্লেখ্য, আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে গতকাল নন্দকুমার বিডিও অফিসে সিপিআইএমের তরফ থেকে ডেপুটেশন ও বিক্ষোভ হয়।এই কর্মসূচিকে কেন্দ্র করে বাম কর্মীদের ওপরে পুলিশি নির্যাতন ও লাঠি  চার্চ চালানো হয়। পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও চলে। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে সিপিআইএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ ১৮ জন সিপিএম কর্মীদের পুলিশ গতকাল রাতে আটক করে ও পরে গ্রেফতার করে। নিঃশর্তভাবে মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ জেলার সর্বত্র প্রতিবাদ, বিক্ষোভ, পথ অবরোধ কর্মসূচি চলবে বলে রাজ্য সিপিআইএম কর্মী সমর্থকরা জানান। আজ সকালে কাঁথি ৩  ব্লকের বেতালিয়া বাসস্ট্যান্ডে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের উপরে প্রায় আধঘন্টা ধরে সিপিএমের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলে। তাতে আটকে পড়ে পথ চলতি বহু  মানুষজন ও বহু পর্যটকের গাড়ি। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন সিপিআইএমের মারিশদা এরিয়া কমিটির সদস্য ঝাড়েশ্বর বেরা, রূপচাঁদ খান, সোহরাব আলী,জামাল মোহাম্মদ, পরিতোষ করণ প্রমূখ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad