রাতদিন ওয়েবডেস্ক : ২০২২ এর শেষ আর কয়েক ঘন্টায়। তার পরেই ২০২৩ কে স্বাগত জানাবে গোটা বিশ্ব আর তার প্রাক্কালেই বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ভরে উঠল কানায় কানায়। কেউ সমুদ্র স্নান সারলেন আবার কেউবা দূর থেকে সমুদ্রকে উপভোগ করলেন। অপরদিকে বিভিন্ন ধরনের হোটেল এবং রেস্টুরেন্ট গুলি সেজে উঠেছে আলোর রোশনায়। অনেক বাঙালি পর্যটক ২০২৩ যাতে ভালো কাটুক সেই প্রার্থনা যেমন করলেন তেমনি ভাবে করোনা নামক অতি মহামারিকে বিসর্জন দিয়ে ২০২৩ কে যেন সেভাবে দেখতে না হয় এমন ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন।
তেমনিভাবে বহু পর্যটক বছরের শেষে যেভাবে বিভিন্ন জায়গায় ঘোরার পরিকল্পনা রাখলেন তেমনিভাবে বিভিন্ন ধরনের খাবারের পরিকল্পনা ও রেখেছেন বলে জানালেন পর্যটকরা। এই মুহূর্তে পর্যটকদের ঢল ইতিমধ্যেই নেমেছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে দীঘা ,তাজপুর, মান্দারমনি, শঙ্করপুর এই সমস্ত এলাকাগুলিতে।

