রাতদিন ওয়েব ডেস্ক :
গত ১৩ নভেম্বর শুভেন্দুর করা দুটি টুইট থেকে এই সাম্প্রতিক বিতর্কের শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী ধারাবাহিক দুটি টুইটের প্রথমটিতে কলকাতার একটি বিলাসবহুল হোটেলের নাম করে লিখেছিলেন সেখানে জমজমাট উদযাপন হচ্ছে।
তিনি আরও লিখিছিলেন যে কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ৫০০ পুলিশ, বম্ব স্কোয়াড, গোয়েন্দাকুকুর বাহিনীও মোতায়েন করা হয়েছে অনুষ্ঠানস্থলে। আর দরজার ফ্রেমে বসেছে মেটাল ডিটেক্টর।
শুভেন্দু দ্বিতীয় টুইটে লিখেছিলেন যে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করার জন্য কোনও সরকারি নির্দেশ আসেনি। মমতা পুলিশ’ অফিসার জামালকে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দায়িত্ব দেওয়া হয়েছে। লেডি কিমের পরিবার উত্তর কোরিয়ার আসল কিম জং উনের পদক্ষেপ অনুসরণ করে চলছে। বস্তুত কখনও-সখনও বিলাস এবং দেখনদারিতে তাঁকেও ছাড়িয়ে যাওয়া হচ্ছে। শুভেন্দু দু’টি টুইটে কারও নাম না নিলেও তৃণমূল অভিযোগ করে, বিরোধী দলনেতা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করেই ওই আক্রমণ করেছিলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘শুভেন্দু ‘অভিষেক ফোবিয়ায় আক্রান্ত। কিন্তু তাঁর নাম নিয়ে আক্রমণ করার সাহস নেই। তাই আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন। শুভেন্দু অবশ্য বরাবরই অভিষেককে ‘তোলাবাজ ভাইপো ' বলে অভিহিত করেছেন। এ ব্যাপারে তৃণমূল যখন এর আগে তাঁকে নাম করে আক্রমণ করার চ্যালেঞ্জ জানিয়েছিল, তখন শুভেন্দু অভিষেকের নাম করেও আক্রমণ করেছিলেন।
পরবর্তী কালে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বহু বার ‘ভাইপো’ শব্দটি ব্যবহার করে তৃণমূলের দিকে আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। যেমন তাঁর ১৩ নভেম্বরের টুইটে ‘মমতা পুলিশ’ শব্দবন্ধটি ব্যবহার করেছেন শুভেন্দু। কিন্তু তাঁর আইনজীবী কমিশনকে যা জানিয়েছেন, তা-ও অসত্য নয়। শুভেন্দু তাঁর টুইটে নির্দিষ্ট করে কারও নাম করেননি। ওই জোড়া টুইটের পরে পরেই জোড়া অভিযোগ দায়ের করা হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে।শিল্পা দাস নামে এক মহিলা শিশু অধিকার রক্ষা কমিশনে শিশু অধিকার লঙ্ঘনের মামলা দায়ের করেছিলেন ।কমিশনকে তিনি জানিয়েছিলেন একজন ‘মা’ হিসাবে তিনি একজন শিশুর উপর রাজনৈতিক আক্রমণ মেনে নিতে পারছেন না। অন্য দিকে, পকসো আইনে একটি এফআইআরও দায়ের করা হয় শুভেন্দুর বিরুদ্ধে। তাতে উল্লেখ করা হয়েছিল যে একটি শিশুকে এই ধরনের আক্রমণের জের সারা জীবন বয়ে বেড়াতে হতে পারে। কিন্তু সে কথা না ভেবেই দায়িত্বজ্ঞানহীন আক্রমণ করেছেন বিজেপি নেতা।

 
 
 
 
 
