রাতদিন ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারের ঘটনায় নাম জড়ালো ব্যান্ডেলের। ব্যান্ডেলের প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার হল তাজা বোমা।
কিছুদিন আগেই কুলপিতে তিনজন শিশু বোমা ফেটে জখম হয় এবং মিনা খায় বোমা বিস্ফোরণে নাবালিকের মৃত্যুর কথা শোনা গেছে। দিন পেরুতে না পেরেতে হুগলির প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার হয়েছে বোমা। স্কুল কর্তৃপক্ষের দাবি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে দুষ্কৃতীদের ক্রিয়াকলাপের উৎপাতে বোমা ফেলা হয়েছে। স্থানীয়রা জানান হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা নারায়নপুর প্রাইমারি স্কুলের মাঠে তিনটি বোমা পড়ে থাকায় স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে। পুলিশ জানিয়েছেন বোমাগুলো সক্রিয় ছিল। স্কুলের মাঠে বোমাগুলি পাওয়ায় চিন্তিত রয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রের দাবি বোমাগুলি বল ভেবে শিশুরা খেলতে গেলে বড় বিপদ হতে পারত। ঘটনাটিতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় স্কুল সহ এলাকায়। বোমা উদ্ধারের ঘটনায় কোন রাজনৈতিক লিংক রয়েছে কিনা খতিয়ে দেখবে পুলিশ।
