রাতদিন ওয়েবডেস্ক: মুসলিম সম্প্রদায়ের শিয়া ধর্মগুরুদের অভিযোগ ইতিহাস ও ঐতিহ্য ধ্বংস করতে বদলে দেওয়া হচ্ছে মুসলিম ধর্ম স্থানের একাধিক নাম। আর এই অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হতে চলেছেন সিয়া ধর্মগুরুরা।
সূত্রের খবর লখনৌয়ের শাহনাজা ইমাম বাড়ার নাম বদলে গাজী উদ্দীন হায়দারের কবর করা নিয়ে শিয়া সম্প্রদায়ের ধর্মগুরুরা সন্তুষ্ট নয়। তাদের দাবি একটি ধর্মীয় স্থানকে কবর বলে উল্লেখ করা ঠিক নয়। তাই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য এবং ধর্মীয় স্থানের নাম বদল রোধ করার আশা নিয়ে প্রধানমন্ত্রীর দারস্থ্য হয়েছেন শিয়া সম্প্রদায়ের ধর্মগুরুরা। সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথা এএসআই স্থানের সাইনবোর্ড বদলে নতুন নামটি টাঙ্গিয়ে দেওয়ার পর থেকে all india personal বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা ইয়াসিন আব্বাসীর যুক্তিতে তার অনুগামীরা অসন্তুষ্ট।
তিনি জানান, প্রার্থনা স্থল হিসেবে শাহনাজা ইমামবাড়া নির্মাণ করেছিলেন নবাব গাজীউদ্দিন হায়দার। যখন খোদ নির্মাতাই এটাকে কবর হিসেবে চিহ্নিত করতে চাননি সেখানে এ এস আই কি করে তা করতে পারে?" তার মতে ঘটনাটি সঠিক হচ্ছে না এতে এশিয়া সম্প্রদায়ের ঐতিহ্যের আঘাত হচ্ছে। নবাব গাজিয়াউদ্দিন ছাড়াও তার স্ত্রীও এখানে সাহিত্য রয়েছে যা মাথায় রেখেশিয়া ধর্ম গুরুদ এর দাবি গাজী উদ্দিন হায়দারের কবর নামটা কাগজে কলমে ছিল। তাই সিয়া ধর্ম গুরুদের দাবি ধর্মীয় স্থানের নাম পরিবর্তন না করে পূর্বের নামে রাখা উচিত।
