রাতদিন ওয়েব ডেস্ক :
সিদ্ধার্থ শুক্লর শোক সামলে ধীরে ধীরে আন্তর্জাতিক পরিসরেও নিজের পরিচিতি তৈরি করেছেন শেহনাজ। এ বার দুবাইতে যা আশ্চর্য ঘটনার সম্মুখীন হতে হয়েছে যা হয়তো অভিনেত্রী নিজে কখনও কল্পনা করতে পারেননি । পঞ্জাবের উঠতি অভিনেত্রী শেহনাজ কৌর গিলের প্রথম বার দর্শকের সঙ্গে পরিচিত হয় বিগ বস ১৩-র দৌলতে । রাতারাতি যেন বদলে গেছিলো শেহনাজের জীবন। যার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল শেহনাজের কাছের মানুষ অভিনেতা সিদ্ধার্থ শুক্লর প্রয়াণ। তবে ব্যক্তিগত ঝড়ঝাপটা সামলে নতুন রূপে দর্শকের সামনে এলেন শেহনাজ। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শেহনাজ। সেখানেই অনুরাগীদের ভালবাসায় আপ্লুত শেহনাজ। সেলফি তোলা, অটোগ্রাফ সংগ্রহ তো রয়েছেই। কিন্তু এমন এক ঘটনা ঘটল যা হয়তো তিনি নিজেও ভাবতে পারেননি।
দুবাইয়ে ওই অনুষ্ঠান সেরে বেরোতে যাচ্ছিলেন তিনি।ঠিক তখনই মধ্যবয়স্কা এক মহিলা তড়িঘড়ি ছুটে আসেন শেহনাজের দিকে। অভিনেত্রীকে জড়িয়ে কাঁদতে থাকেন । তিনি ছিলেন শেহনাজের পাকিস্তানি অনুরাগী। অভিনেত্রীকে জড়িয়ে ধরে বলেন, ‘‘আমি আমার মেয়েকে পেয়ে গিয়েছি।’’ অনুরাগীর এই ভালবাসায় ছলছল করে উঠল শেহনাজের চোখ। পাল্টা ওই অনুরাগীকে আলিঙ্গন করলেন অভিনেত্রী। শেহনাজের এই মিষ্টি ব্যবহারে উপস্থিত বাকি অনুরাগীরাও খুশি হয়েছেন। সেই ঘটনার ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হতেই নেটাগরিকরাও প্রশংসা করেছেন অভিনেত্রীর।
খুব শীঘ্রই শেহনাজের আরও সুখ্যাতি হতে চলেছে বলিউডে। তা-ও আবার স্বয়ং সলমন খানের ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে।
অনুরাগীরা তাই অধির অপেক্ষায়।

 
 
 
 
 
