রাতদিন ওয়েবডেস্ক: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঠাকুর বাড়ি ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তৈরি অফিস কার্যালয়টি ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনরকম রাজনৈতিক দলীয় কার্যালয় তৈরি করা যাবে না বলেই জানানো হয়েছে বিচারপতির তরফ থেকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর মতো ঠাকুরবাড়ির ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে হয়ে চলা রাজনৈতিক কাজগুলি ঠিক নয় বলে দাবি ছিল অনেকের। তার মাঝে মামলাটি হাইকোর্ট পর্যন্ত যাওয়ার পর এই বিষয়টি নিয়ে মুখ খুলল কলকাতা হাইকোর্টের বিচারপতি মন্ডলের ডিভিশন বেঞ্চ। বিচারপতির প্রশ্ন হেরিটেজ ভবন না হলেও কেউ কি যেকোনো জায়গায় পার্টি অফিস বানিয়ে ফেলতে পারে? প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে জোড়াসাঁকোর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, জোড়াসাঁকর বাড়িতে যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বঙ্কিম চট্টোপাধ্যায়ের সাথে দেখা হয়েছিল সেই ঘরেই এখন তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি নামক সংগঠনের অফিস করা হয়েছে। যেখানে রবীন্দ্রনাথ সহ বঙ্কিম চট্টোপাধ্যায়ের কোন ছবি নেই। তার পরিবর্তে সেখানে টাঙানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ছবি। ইতিমধ্যেই সূত্র অনুযায়ী হেরিটেজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িরর দুটি ঘর ভাঙ্গা হয়েছে যা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। আর ভাঙচুর করা যাবে না বলিস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ ও প্রকাশ শ্রীবাস্তবের তরফ থেকে।

