রাতদিন ওয়েবডেস্ক: বিশ শতকে দাঁড়িয়ে জাতিভেদ প্রথার স্বীকার হতে হল কর্নাটকের এক মহিলাকে। স্থানীয় জলের ট্যাঙ্ক থেকে জল খাওয়াতে গোমূত্র দিয়ে আস্ত ট্যাংক পরিষ্কার করা হলো কর্নাটকে।
স্থানীয় সূত্রের খবর, কর্নাটকের চামরাযানগর জেলার হেগোতারা গ্রামের এক দলিত মহিলা তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে স্থানীয় জলের ট্যাংক থেকে জল খাওয়ার পরেই হয় বিপত্তি। ওই গ্রামের অধিকাংশ বাসিন্দা উচ্চ বর্ণে হয় দলিত মহিলার জল খাওয়ার ঘটনাটি যানতে পেরে গোমূত্র দিয়ে পরিষ্কার করা হয়। গ্রামের তহশীলদার জানান দলিত মহিলার খোঁজ করা হচ্ছে।
কদিন আগেই রাজস্থানের জল খাওয়া নিয়ে দলিত হত্যার জন্য উত্তপ্ত রয়েছে সারাদেশ তার মাঝে কর্নাটকের ঘটনাটি সামনে আসতে মানবাধিকার কমিশনের বিরুদ্ধে উঠছে অনেক প্রশ্ন।

 
 
 
 
 
