বর্তমানে অনলাইন গেমকে কেন্দ্র রাজ্যে কম বয়সি ছাত্র-ছাত্রীদের মধ্যে বাড়তে থাকা নানা ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ‘অনলাইন গেম’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
প্রসঙ্গত সূত্রের খবর, কিছু দিন আগেই পঞ্চম শ্রেণির এক ছাত্র এই গেম খেলতে না পারায় আত্মহননের পথ বেছে নেয়। ঘটনাস্থল থেকে কোনও নোট পাওয়া না গেলেও ওই ছাত্রের অভিভাবক জানান, ওই ছাত্র এই ধরনের গেমের প্রতি খুব আসক্ত ছিল। ফোন থেকে গেম মুছে দেওয়ার পরও সে বাড়িতে না জানিয়ে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬ হাজার টাকা নিয়ে আবার ওই গেমটি ডাউনলোড করে। জানতে পেরে তার মা যথেষ্ট বকাবকিও করেন। বিকেলে তাঁদের অনুপস্থিতিতে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, এই ধরনের খেলার ফাঁদে পড়ে শুধু যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়, তা নয়। ছোট ছোট শিশুদের জীবন সংশয় পর্যন্ত ঘটে। এই ধরনের ঘটনা একটি নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে। তাই আইন করে এই ধরনের গেম বন্ধ হওয়া প্রয়োজন। বিলের খসড়া প্রায় তৈরি হয়েই গিয়েছে। খুব দ্রুত এই আইন বলবৎ করার চিন্তা ভাবনাও রয়েছে।
