Type Here to Get Search Results !

Ranveer Singh : সেদিন রণবীর সিংহকে চিনতেই পারলেন না সাংবাদিক!



প্রসঙ্গত চোখে সাদা রোদচশমা। হলদে-সবুজ শার্ট-প্যান্টে রংচঙে রণবীর সিংহ। হাজির হয়েছিলেন আবু ধাবির এক স্টেডিয়ামে। গাড়ি পছন্দ করেন ‘গাল্লি বয়’। তাই ফর্মুলা ওয়ান গাড়ির প্রতিযোগিতা দেখতে উড়ে গিয়েছিলেন সৌদি আরব। 
সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োয় প্রকাশ্যে এল বলিউড তারকা এবং আমেরিকার সেই সাংবাদিকের কথোপকথন। সাংবাদিক স্বীকার করলেন, কয়েক মুহূর্তের জন্য চিনতে পারেননি রণবীরকে। পরিচয় দিতে বললে রণবীর বললেন, “আমি বলিউড অভিনেতা, মুম্বইয়ে থাকি। বিনোদনের জগতের মানুষ।” এর পরই অবশ্য রণবীরকে সম্মান জানান মার্টিন। জিজ্ঞেস করেন, “কেমন লাগছে এখানে এসে?” রণবীর তাঁর স্বভাবসিদ্ধ উচ্ছ্বাস নিয়ে বলেন, “ভীষণ রোমাঞ্চ অনুভব করছি। পৃথিবীর ছাদে দাঁড়িয়ে আছি বলে মনে হচ্ছে।”
সেই সাংবাদিক তাঁকে চিনতে না পারায় অনুরাগীরা ক্ষুণ্ণ হলেও অনেকেই মনে করছেন রণবীরের ‘উদ্ভট’ সাজই এর কারণ। চশমায় তাঁর মুখ বদলে গিয়েছিল। পোশাকেও নায়কসুলভ আভিজাত্যের বদলে মজাদার ফুরফুরে ভাব। সব মিলিয়েই বিদেশি সাংবাদিক চিনতে পারেননি তাঁকে শুরুতে— এমনই মনে করছেন একাংশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad