প্রসঙ্গত বন্ধুর বাড়িতেই তাঁর সঙ্গে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই প্রেম। দেড় মাস হল অভিনেত্রী রূপসার জীবনে এসেছে নতুন মানুষ। রূপসা চট্টোপাধ্যায়। টলিপাড়ার পরিচিত মুখ। জুলাই মাসে ছিল রূপসার জন্মদিন। তখন আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, আপাতত তিনি কোনও সম্পর্কে নেই। 
জীবনে জুড়েছে নতুন নাম। সায়নদ্বীপ সরকার। না গ্ল্যামার-দুনিয়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। আদ্যোপান্ত কর্পোরেট জীবন। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতেই তাঁদের প্রথম দেখা। আর প্রথম ঝলকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। জীবনের নতুন মানুষ আসায় তাই মন এখন বেশ ফুরফুরে নায়িকার।
আনন্দবাজার অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “হ্যাঁ, কী করে যে ঘটে গেল কে জানে! সবাই বলছে বেশ মিষ্টি লাগছে। একটু ভয়ও লাগছে সবাই এত ভাল বলছে তো, তাই।” নিজের সম্পর্ক নিয়ে কোনও দিনই রাখঢাক নেই তাঁর। তাই এ ক্ষেত্রেও তার অন্যথা নয়।
সম্প্রতি রূপসার কথায়, “ওর সঙ্গে আমি ভবিষ্যৎ দেখছি, সুতরাং আমার লুকোনোর কী আছে? আগেও জীবনে যে সম্পর্ক এসেছিল, সে ক্ষেত্রেও একসঙ্গে থাকার স্বপ্নই দেখেছিলাম। তা পরিণতি পায়নি, আলাদা কথা। তবে ইন্ডাস্ট্রির কোনও মানুষের সঙ্গে আর প্রেম নয়। আমি সায়নদ্বীপের সঙ্গে খুশি।

