Type Here to Get Search Results !

Red Road Accident : সাতসকালে রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা! একের পর এক ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির, গুরুতর আহত ৪

 রাতদিন ওয়েবডেস্ক : আজ ভোরে, কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে (Red Road) ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। সাতসকালে দ্রুতবেগে আসা একটি বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে। এই মর্মান্তিক ঘটনায় গাড়ির আরোহী দুজন সহ মোট চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাড়িটি এসএসকেএম হাসপাতালের দিক থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছিল। 

রেস কোর্সের ঠিক সামনের অংশে আসার পরেই চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি শুধু ল্যাম্পপোস্টেই নয়, সেখানে কর্মরত দুইজন সাফাইকর্মীকেও ধাক্কা মারে। ভয়াবহ ধাক্কার পর গাড়িটি প্রায় ৭০০ থেকে ৮০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হেস্টিংস থানার পুলিশ। পুলিশ এসে সঙ্গে সঙ্গেই আহত ৪ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। আহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক ও আরোহী দুজন এবং সেই দুই সাফাইকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির গতি ছিল অস্বাভাবিক দ্রুত। তবে, বিলাসবহুল গাড়িটির ভেতরের এয়ারব্যাগ (বেলুন) খুলে যাওয়ায় গাড়ির আরোহীরা প্রাণে বেঁচে যান।

 দুর্ঘটনার পর থেকেই এই ঘটনার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক মাদকাসক্ত ছিলেন কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে, সেই সময়ে গাড়িটির গতিবেগ কত ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, বিলাসবহুল গাড়িটির চালক ও আরোহী শারীরিক দিক থেকে সামান্য সুস্থ হলেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের দিকে রাস্তা ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই ধরণের দ্রুতগতির গাড়িগুলো প্রায়শই অস্বাভাবিক গতিতে ছুটতে থাকে, যা এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। এই ঘটনা আবারও শহরের রাস্তায় ট্র্যাফিক আইন ভঙ্গের প্রবণতা এবং বেপরোয়া গতির বিপদকে সামনে নিয়ে এল। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, খুব শীঘ্রই তদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad