Type Here to Get Search Results !

No Extra Pages : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া নির্দেশিকা, উত্তরপত্রের সঙ্গে আর যোগ হবে না অতিরিক্ত পাতা

 রাতদিন ওয়েবডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষা থেকে উত্তরপত্র ব্যবস্থায় বেশ কিছু কড়া ও নতুন নিয়ম চালু করতে চলেছে। এই সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য হল পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং ভবিষ্যতে কোনও আইনি বা প্রশাসনিক জটিলতা এড়ানো।সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল পরীক্ষার্থীরা যে পাতায় লেখা শেষ করবে, সেই পাতার একেবারে নীচে ইনভিজিলেটর বা পরীক্ষকের স্বাক্ষর বাধ্যতামূলক থাকবে।

একে বলা হচ্ছে “এন্ড অফ লাইন” সিস্টেম। এর ফলে আর কেউ শেষ পাতার পরে কিছু যোগ করতে পারবে না। একইসঙ্গে, সংসদ আগেই জানিয়ে দিয়েছে যে এবার থেকে অতিরিক্ত কোনও পাতা উত্তরপত্রের সঙ্গে জোড়া যাবে না। ছাত্রছাত্রীরা শুধুমাত্র সংসদের দেওয়া নির্দিষ্ট খাতাতেই উত্তর লিখতে পারবে।এই নিয়ম চালু করার পিছনে বড় কারণ হল — খাতা চ্যালেঞ্জ বা RTI আবেদনের সময় অনেক পরীক্ষার্থী অভিযোগ করে যে তাদের লেখা কিছু পাতা নাকি হারিয়ে গেছে। নতুন নিয়ম চালু হলে, এই ধরনের বিতর্ক এড়ানো সম্ভব হবে।শুধু তাই নয়, পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি টুকলি বা মোবাইল ব্যবহার করতে গিয়ে ধরা পড়ে এবং পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাহলে তার এনরোলমেন্ট বাতিল হতে পারে। এমনকি ছ’টি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সেই বছরের সমস্ত পরীক্ষাই বাতিল হয়ে যেতে পারে।আরও কঠোর নির্দেশ অনুযায়ী, যদি কোনও পড়ুয়া দলগতভাবে বা এককভাবে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর চালায়, তবে সংশ্লিষ্ট স্কুলের উপর সরাসরি জরিমানা চাপানো হবে। পাশাপাশি, অভিযুক্ত পড়ুয়াদেরও জরিমানা বা এনরোলমেন্ট বাতিল হতে পারে।মোটের উপর, সংসদের এই নতুন নিয়মগুলির লক্ষ্য হল পরীক্ষাকে আরও স্বচ্ছ, সুরক্ষিত ও শৃঙ্খলাপূর্ণ করা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad