রাতদিন ওয়েবডেস্ক: সকাল সকাল বড়সড় দুর্ঘটনার হাত থেকে পেল হাওড়া খড়গপুর ডাউন লাইনের মেচেদা লোকাল। রেল ট্র্যাক থেকে লাইন বেরিয়ে যাওয়ায় বিপত্তিতে বড় দুর্ঘটনা ঘটতো বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
সূত্রের ঘটনা অনুযায়ী হাওড়া খড়গপুর লাইনের মেছোদা লোকাল রেল ট্র্যাক থেকে লাইনচ্যুত হওয়ার ফলে বিপত্তি ঘটতে যাচ্ছিল। কিন্তু সঠিক সময় আটকে দেওয়ার ফলে লোকাল ট্রেনটির বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীরা। যদি অফিস টাইমে এমন বিপত্তি ঘটার ফলে দীর্ঘক্ষণ ধরে ট্রেন চলাচলে ব্যাঘাট ঘটতে দেখা গেল। রেল কর্তৃপক্ষের সূত্রের খবর শনিবার সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ হাওড়া থেকে খড়গপুর ডাউন লাইনে ফুলেরসর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। লাইনে ফাটল দেখা দেয় সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় মেচেদা লোকালটিকে। যদিও সাথে সাথেই মেরামতি করা হয় লাইনটিকে, যার জন্য প্রায় দেড় ঘন্টা পর অর্থাৎ 11:50 মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।। তবে এর জেনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং অফিস টাইমে যাত্রীদের কিছুক্ষণের জন্য ভোগান্তি পেতে হয়েছে।

