Type Here to Get Search Results !

আর জি কর মেডিক্যাল কলেজের ও হাসপাতালের অনুষ্ঠানে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের স্টল

 রাতদিন ওয়েবডেস্ক :  আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালে‌ ৯০ তম প্রাক্তন ছাত্র পুনর্মিলন ও প্রতিষ্ঠাতা দিবস পালন করা হয়। ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রথম দিনেই উপস্থিত ছিলেন দেশ-বিদেশে থেকে আর.জি.কর মেডিকেল কলেজ ও হাসপাতালে‌র বহু প্রাক্তন কলেজ ছাত্রছাত্রী, ডাক্তার ও অদ্যক্ষরা। ডাক্তারি পেশার সাথে যুক্ত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলে কলেজের অডিটোরিয়াম হলে সম্বর্ধনা ও সম্মিলিত মিলন উৎসব পালন করা হয়। যা আজ থেকে শুরু হয়ে ২১ শে ডিসেম্বর পর্যন্ত চলবে।

 তিন দিন ব্যাপি এই অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গনে উপস্থিত এক্সিবিশন ক্যাম্পে একাধিক  মেডিকেল স্টল ছিল। সেখানেই নিজেদের সফলভাবে তুলে ধরতে পেরেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও শান্তিনিকেতন নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা।  পরিবারের মতো  এবারেও শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা মেটাভার্স প্রযুক্তিকে সকলের সামনে তুলে ধরে।  মেটাভার্স  সিস্টেমের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কত উন্নত ও সহজ করা যায় টা সকলের সামনে তুলে ধরা হয়। মেটাভার্স প্রযুক্তির সাহায্যে থ্রিডি অর্গানাম ও হল ডেক্স অর্গান খুব সহজভাবে বোঝানো হয়েছে।



এছাড়াও এই ডিজিটাল সিস্টামের মাধ্যমে একই সময়ে অসংখ্য ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেওয়া যে সম্ভব তাও থ্রিডি প্রযুক্তিকে সামনে তুলে ধরে অভিনব শিক্ষা মাধ্যমের ট্রায়াল  করে দেখিয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালের ছাত্র-ছাত্রীরা। শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সৃজন মন্ডল ও নার্সিং বিভাগের ছাত্রী পৌলোমী দেবনাথ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন তারা এই অভিনব মাধ্যমে পড়াশোনা করে শিখতে পেরে ভীষণ ভাবে উপকৃত। এছাড়াও তারা বলেন তাদের এই অভিনব  শিক্ষাদানের মাধ্যমটি সকলেই পছন্দ করছেন এবং প্রশংসা করেছেন। এই দিনের অনুষ্ঠাননে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তুনু সেন। এছাড়াও উপস্থিত ছিলেন  ডিজিটাল রিসার্চ সেন্টারের অধিকর্তা অমিতাভ সরকার, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের ডিএন অধ্যাপক ডক্টর প্রতীপ কুমার কুণ্ডু।

 উপস্থিত ছিলেন শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের সভাপতি মলয় পিট।  শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন মলয়। রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই ধরণের উন্নতমানের প্রযুক্তিকে শিক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য সাধুবাদ জানিয়েছেন। এবং দেশ-বিদেশ থেকে আসা আর.জি.কর মেডিকেল কলেজের প্রাক্তন-প্রাক্তনিরাও সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা দিয়েছেন। 

 শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীট বলেন, "আমরা শিক্ষার ক্ষেত্রে যেমন অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষার মানবৃদ্ধি করতে উদ্যোগী"।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad