রাতদিন ওয়েবডেস্ক: উত্তর আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের শিব চর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় প্রাণ ৩ গেল সাধারণের। অনুষ্ঠানে যখন সাতজনকে নিয়ে যাওয়া হল স্থানীয় হাসপাতালে। বিরোধী দলনেতার উপস্থিতিতে নিশংস হত্যার বিরোধিতায় সরব হয়েছেন রাজ্য শাসক দল। ঘটনাটি ঘটেছে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের শিব চর্চা আনুষ্ঠানিক উৎসবে। আসানসোলের বিরোধী বিজেপি দলনেতা জিতেন তিওয়ারি ও বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির প্রচেষ্টায় শিব চর্চা নামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল গরীব মানুষদের কাছে কম্বল বিতরণ। অনুষ্ঠানটিতে প্রায় ৫ হাজার কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারীর মঞ্চ ছাড়ার পরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় সাধারণ মানুষদের মধ্যে । সেই হুড়োহুড়ির কবলে পড়ে পদকৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজন নারী ও এক শিশুর। ঘটনাটির সামনে আসতে শাসক দল বিনা অনুমতিতে মাঠ প্রাঙ্গনে শিব চর্চা নামক অনুষ্ঠানটি করার অভিযোগ জানায় চৈতালী তিওয়ারির বিরুদ্ধে। অভিযোগের বিপরীতে চৈতালী তিওয়ারি তরফ থেকে স্থানীয় থানা থেকে অনুমতির প্রতিলিপি দেখিয়ে নিজের পক্ষে বয়ান দেন। শুভেন্দু অধিকারী বলেন "চৈতালি তিওয়ারি অনুষ্ঠানের বিষয়ে পুলিশ প্রশাসনকে জানান সেই অনুযায়ী ভিড় সামলাতে এবং যানবাহন নিয়ন্ত্রণে যথেষ্ট সংখ্যায় পুলিশ মোদন করা হয়। তিনি এও জানান তিনি যতক্ষণ ছিলেন স্থানীয় পুলিশের ব্যবস্থাপনা সন্তোষজনক ছিল। কিন্তু তিনি চলে যাওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের তুলে নেওয়া হয় তাদের উচ্চপদস্থ কর্মচারীদের নির্দেশে।"
ঘটনাটি সামনে আসতে শাসক দল সরল হয়েছেন বিজেপি রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জিতেন তিওয়ারি ও চৈতালির বিরুদ্ধে। এই দিন টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান এ মাসের শুরুতেই শুভেন্দু অধিকারী ডিসেম্বরের তিনটি চমক নিয়ে কথা বলেছিলেন। সেখানেই তিনি তিনটি তারিখের কথা জানান ১২,১৪ ও ২১ সেই ডিসেম্বর। যার মধ্যে ১২ ই ডিসেম্বরে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু, ১৪ ই ডিসেম্বরে আসানসোলে নিরপরাধ তিনজন সাধারণের পদপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়। তিনি জানান ২১ শে ডিসেম্বর হয়তো আরো কিছুর অপেক্ষা করছে। যখন ও মৃত ব্যক্তিদের হাসপাতালে দেখতে উপস্থিত ছিলেন ভি শিবদাসন ও অভিজিৎ ঘটক। শাসক দলের অভিযোগ হাসপাতালে কোন বিজেপি নেতারা উপস্থিত ছিলেন না। মৃত ব্যক্তিদের ও জখম ব্যক্তিদের উদ্দেশ্যে সাহায্যের কথা ভাবা হচ্ছে বলে জানানো হয়েছে। ভিশিব দাসন জানান ধর্মীয় অনুষ্ঠানের মোড়কে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছিল বিজেপি। বিজেপির সস্তা রাজনীতির মূল্য দিতে হলো কয়েকজন নিরীহকে। রাজ্য সম্পাদক তথা বিধায়ক লক্ষণ ঘরের প্রতিক্রিয়া "মর্মান্তিক ঘটনার নিরিখে প্রকৃত ঘটনা কি খোজ নেওয়া হচ্ছে"।


