Type Here to Get Search Results !

Mamata Banerjee: জিতলেই লক্ষ্মীর ভান্ডার, মুখ্যমন্ত্রীর স্কিম মেঘালয় বাসিকে

 রাতদিন ওয়েবডেস্ক: প্রথমবার বাংলার মুখ্যমন্ত্রী শিলংয়ের পা দেন। সেখানেই নিজের তৃণমূল সমর্থকদের গভীর ভালোবাসা ও সাধারণ মানুষের আওহান স্বীকার করেন তিনি। ভোট প্রচারের উদ্দেশ্যে বাংলার স্কিম গুলির একটি লক্ষ্মীর ভান্ডার দেওয়ার প্রতিশ্রুত ছিলেন তিনি

মেঘালয় প্রচার বিজন শুরু করতে চলেছে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রচার-ভীজানকে স্বার্থক করে তুলতে কর্মী সভায় পাঁচ মহিলা হাতে প্রতি কি লক্ষ্মীর ভান্ডার দিয়ে তিনি বোঝাবেন মেঘালয় জিতবে বাংলার মতো সামাজিক প্রকল্পগুলি এর উপহার হিসেবে দিতে চলেছেন মেঘালয় বাসিকে।

অনেকেরই দাবি প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সম্পাদর্শ যোগদান এরপর খাসি জয়ন্তি গারো পাহাড়ে বেড়ে চলেছে ঘাস ফুলের বাহার। বিজেপির সঙ্গে জোড় ভাঙতে গিয়ে শাসক এনপিপির মূল চ্যালেঞ্জার হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। এরই মধ্যে তৃণমূলে বিধায়কের সংখ্যা ১১। ত্রিপুরার মতই মমতার প্রধান লক্ষ্য এখন মেঘালয়। পাশাপাশি দিন মেঘালয়ের তৃণমূলের অনুকামী এবং সাধারণদের উদ্দেশ্যে বলেছেন "আমাদের যাত্রা শুরু হল। এই রাজ্য আগামী দিনে এক গৌরবোজ্জ্বল জল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।"

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad