Type Here to Get Search Results !

হঠাৎ আকাশে আলোর উৎস, এলিয়েন নাকি অন্যকিছু!

রাতদিন ওয়েবডেস্ক : হঠাৎ আকাশে আলোর উৎস! কলকাতা ও কলকাতার উত্তর দক্ষিণ দিকের জেলাগুলিতে বৃহস্পতিবার সন্ধ্যে বেশ কিছুক্ষণের জন্য একটি রহস্যময় আলো দেখতে পান সকলেই। অনেকেই ক্যামেরাবন্দি ও ফোনবন্দি করেছেন এই রহস্যময় আলোটির । কিন্তু কি এই আলো তা নিয়ে অনেকের মনে উঠেছে প্রশ্ন। কেউ কেউ বলছেন এটি এলিয়েন আলো আবার কেউ কেউ এটি মহাকাশ বিজ্ঞানীদের কোন একটি যন্ত্র বলেও চালিয়ে দিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা প্রাথমিকভাবে আলোটি দেখে মনে করেছিলেন কেউ যেন আকাশের বুকে টর্চ লাইট তুলে ধরেছে। যা সকলের সামনে আসতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণের মধ্যে। কেউ কেউ বলেন যুদ্ধবিমান কেউ আবার বলেন এলিয়েনের আলো।

অনেকের মতে প্রতিরক্ষা মন্ত্রসূত্রে যে খবরটি বলা হয়েছিল তা হল উড়িষা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই দিন বিকেল সাড়ে পাঁচটায় পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ৫  এটি সেটিরই আলো। ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় সাড়ে ৫ হাজার কিলোমিটার অর্থাৎ পূর্বে বেজিং সাংহাই,সহ চীনের একাধিক প্রধান সহ শোল যাকাত টা থেকে শুরু করে পশমি ইউরোপের একটি বড় অংশ মস্কো এমনকি স্থানগুলো  চলে আসছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লায়। যদিও ঘটনাটি হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্র বা প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রের তরফ থেকে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad